খেলা

ভারতের বিশ্বকাপ জার্সি উন্মোচন

Indian Jersey

The Truth of Bengal: এশিয়া কাপে দূরন্ত গতি । সেই গতি নিয়েই বিশ্বকাপে নামবে ভারত । লক্ষ্য তিন।  এই থিমকে সামনে রেখেই  বিশ্বকাপের জন্য  রোহিতদের  নতুন জার্সি উন্মোচন করল খেলার সরঞ্জাম প্রস্তুতকারী  সংস্থা ‘অ্যাডিডাস’। এমনিতে বিশ্বকাপে ভারতীয় দল এখনকার জার্সির মতোই জার্সি পরে নামবে। তবে তাতে সামান্য দুটি বদল করা হয়েছে।ভারতীয় দল এখন যে জার্সি পরে খেলে তাতে তিনটি তারা রয়েছে। এবারে ঘরের মাঠে বিশ্বকাপে রোহিতদের জার্সিতে থাকবে দুটি তারা। ভারতীয় দলের জার্সিতে আরেকটি ছোট্ট বদল করা হয়েছে। এখনকার জার্সিতে কাঁধের কাছে সাদা রঙের তিনটি লম্বা দাগ রয়েছে।

বিশ্বকাপের জার্সিতে সাদা রঙের বদলে ভারতের জাতীয় পতাকার আদলে গেরুয়া, সাদা ও সবুজ রং করা হয়েছে।দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে যে জার্সিতে রোহিতরা নামছেন, তাতে জাতীয়তাবাদের ছোঁয়া রাখা হচ্ছে।অ্যাডিডাসের তরফে এই জার্সি প্রকাশের সঙ্গে সঙ্গে একটি থিম সংও প্রকাশ করা হয়েছে। গানটির নাম ‘৩ কা স্বপ্না’। ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে হাজারটা  স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে রোহিতদের জার্সির আত্মপ্রকাশ হল। এই মুহূর্তে আইসিসি টুর্নামেন্টে ভারতের ট্রফি খরা চলছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষ বার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।

সেই ছিল ভারতের শেষ আইসিসি ট্রফি। এভাবে জার্সির উন্মোচন বেশ তাৎপর্যপূর্ণ।রোহিতদের ‌ জার্সি নিয়ে এরআগে বিতর্ক কম হয়নি। কেন দেশের জার্সিতে জাতীয় পতাকার কোনও চিহৃ নেই তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার । তবে এবার যেন অবসান‌ হল সেই বিতর্কের  । অ্যাডিডাস এমন এক  জার্সি এনেছে যেটিতে বিতর্কের অবসান হলো ।একটি গানের মাধ্যমে ভারতের নতুন জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। সেখানে রোহিত, বিরাট, হার্দিক-সহ ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরা রয়েছেন। সঙ্গে রয়েছেন ভারতীয় সমর্থকেরা। প্রত্যেকের লক্ষ্য তৃতীয় বারের জন্য এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া। সে কথা মাথায় রেখেই এই জার্সি করা হয়েছে।

Related Articles