খেলা

মালদ্বীপের‌ বিপক্ষে সহজ জয় ভারতের

India's easy win against Maldives

Truth Of Bengal: আগামী ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে এএফপি এশিয়ান কাপে মাঠে নামবে ভারত। তাঁর আগে বুধবার মালদ্বীপের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলে নিল মানালোর দল। সেই ম্যাচে রাহুল ভেকে, লিস্টন কোলাসো এবং সুনীল ছেত্রীর করা গোলে জয় তুলে নিল ভারত।

শিলংয়ের মাঠে এই প্রথম ভারতীয় দল প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলো। কাজেই স্থানীয় দর্শকদের মধ্যে উন্মাদনাও ছিল যথেষ্ট। এই ম্যাচে দ্বিতীয়বার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক‌ ঘটল সুনীল ছেত্রীর। এবং স্বাভাবিকভাবেই দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন তিনি।

ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরকে দেখেই আক্রমণে ঝাঁপানোর পরিকল্পনা করে। এবং নিজের রক্ষণকে শক্তিশালী রাখার লক্ষ্যে মানালো ৪-৫-১ ছকে দলকে নামিয়েছিলেন। ভারতকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৩ মিনিট অবধি। ৩৪ মিনিটে ভারতের হয়ে গোল করেন ডিফেন্ডার রাহুল ভেকে।

এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। এরপর ম্যাচের ৬৬ মিনিটে মানানোর দলের হয়ে ফের ব্যবধান বাড়ান লিস্টন কোলাসো। জাতীয় দলে দ্বিতীয়বার ফিরে এসে শুরুটা মন্দ হল না দলনেতা সুনীল ছেত্রীর। ৭৬ মিনিটে এই গোল করেন সুনীল।

তিন গোল খাওয়ার পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়ে ওঠেনি মালদ্বীপের। বুধবারের ম্যাচে এই জয় বাংলাদেশের বিরুদ্ধে আগামী ২৫ তারিখ মাঠে নামার আগে মেন-ইন-ব্লুজদের কাছে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Related Articles