খেলা

বিশ্ব শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শ্যুটার অখিল

Indian shooter Akhil won bronze in World Shooting

Truth Of Bengal: আইএসএসএফ বিশ্বকাপ শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার অখিল শিওরান। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশন ব্রোঞ্জ জিতেছেন তিনি। ৪৫২.৬ স্কোর করে দ্বিতীয় ভারতীয় হিসাবে চলতি টুর্মামেন্টে পদক জিতলেন তিনি। ব্রোঞ্জ জেতার পথে তিনি হারিয়েছেন প্যারিস অলিম্পিকের সোনাজয়ী চিনের লিউ ইউকুনকে।

পদক জিতে অখিল জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য এবার প্রস্তুত হতে শুরু করবেন। এর আগে মঙ্গলবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতেছিলেন ভারতের সোনম মাসকার। বাগপতের শুটার অখিল গত বছর বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় প্যারিস অলিম্পিক কোটা জিতেছিলেন, কিন্তু দিল্লিতে অলিম্পিক বাছাই ট্রায়ালের দৌড়ে চোটের কারণে প্যারিসগামী দলে তাঁর স্থান হারান। এরপর থেকে হতাশায় ভুগছিলেন বলে নিজেই জানিয়েছেন অখিল।

Related Articles