খেলা

বুধবার ‘ভারতীয়’ প্লেয়ারদের ম্যাচ! তৃতীয় ম্যাচে কারা থাকছে নজরে?

"Indian" players match on Wednesday! Who is watching in the third match?

The Truth Of Bengal : আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারানোর পর এবার ভারতের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ-এ’তে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। সুপার এইটে প্রায় জায়গা করে নিয়েছে রোহিতরা। তবুও এই ম্যাচ নজরে থাকবে খেলা প্রেমীদের। কারণ এই ম্যাচ হতে চলেছে ভারত বনাম ভারতের!

বুধবার টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আমেরিকা। তবে বলা ভালো ভারতের প্রতিপক্ষ ভারতীয়রাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দলে রয়েছেন এক ঝাঁক ভারতীয় বংশদ্ভুত। তাই বুধবারের ম্যাচ এক কথায় ভারতীয় বনাম ভারতীয়দের খেলা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় দিয়ে টুর্নামেন্টের শুরুটা করেছিলো ভারত। তবে দ্বিতীয় ম্যাচে ভারত বনাম পাকিস্তানের দিন জেতায় অনিশ্চয়তা থাকলেও সেরার সেরা হয় ভারতই।

তবে সুপার এইটের পর্বে প্রায় নিশ্চিত  রোহিত ও বিরাটরা। তাই আমেরিকার বিরুদ্ধে কিছুটা চাপমুক্ত হয়েই খেলতে নামতে পারবে ব্লু-আর্মি। ভারতীয় সময়ে বুধবার ৮টা থেকে খেলা শুরু হবে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে। তবে স্টেডিয়ামটি আসলেই বোলারদের জন্য সবসময়ই সেরা তাই এবার দেখার পাকিস্তানের বিরুধ্যে খেলার পর জসপ্রীত বুমরাহ কি আবারও তাঁর বোলিং-এ সকলের মন কাড়বেন? এবং পরপর দুটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর বিরাট পারবে আবারও ফিরে আসতে? তবে এদিনের ম্যাচে রোহিত, ঋষভদের পাশাপাশি কেন্দ্র বিন্দুতে থাকবেন আমেরিকার মোনাঙ্ক প্যাটেল, নীতিশ কুমার ও অ্যারন জোনস।

Related Articles