দলীপ ট্রফি দিয়ে মরসুম শুরু ভারতের, স্কোয়াড ঘোষণা নির্বাচকদের
India start season with Duleep Trophy, selectors announce squad

Truth Of Bengal: দলীপ ট্রফির সঙ্গে মরসুম শুরু করতে চলেছে ভারতীয় দল । বহু প্রতীক্ষার পর বুধবার স্কোয়াড ঘোষণা করা হলো। দলে থাকছে আন্তর্জাতিক তারকা এবং তরুণ ক্রিকেটাররা। সিনিয়র জুনিয়র সংমিশ্রণে তৈরি করা হয়েছে দল। টুর্নামেন্টটি 5 সেপ্টেম্বর, 2024 থেকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর এবং বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হতে চলেছে।
🚨 JUST IN 🚨
BCCI have announced the four team squads for the upcoming Duleep Trophy 2024-2025 🏏🇮🇳
🔹 Rohit Sharma, Virat Kohli and Jasprit Bumrah will not participate in the tournament.#BCCI #RuturajGaikwad #ShreyasIyer #ShubmanGill #AbhimanyuEaswaran #DuleepTrophy pic.twitter.com/vgLfg2uTCy
— Sportskeeda (@Sportskeeda) August 14, 2024
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের জন্য চারটি স্কোয়াড নিম্নরূপ:
দল এ: অধিনায়ক শুভমান গিল , মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, কেএল রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে, তনুশ কোটিন, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ কৃষ্ণ, খলিল আহমেদ, আভেশ খান, বিদওয়াত কাভেরাপা, কুমার কুশাগরা, শাশ্বত রাওয়াত।
দল বি: অধিনায়ক অভিমন্যু ইশ্বরন , যশস্বী জয়সওয়াল,
সরফরাজ খান, ঋষভ পান্ত, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীসান( উইকেট কিপার)।
দল সি: অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড় , সাই সুধারসন,
রজত পতিদার, অভিষেক পোেরেল, সূর্যকুমার যাদব, বি ইন্দ্রজিৎ, ঋত্বিক শোকিন, মানব সুথার, উমরান মালিক, বৈশাক বিজয় কুমার, আনশুল খাম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কানদে (উইকেট কিপার) সন্দীপ ওয়ারিয়ার।
টিম ডি: অধিনায়ক শ্রেয়াস লিয়ার , অথর্ব তাইদে, যশ দুবে, দেবদত্ত পাডিকল, ইশান কিশান রিকি ভুই, সারানশ জৈন, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, আদিত্য ঠাকুরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভারত ( উইকেট কিপার) সৌরভ কুমার।