
The Truth of Bengal: দেশকে ফাইনালে তুলেছেন উদয় সাহারান সচিন ধাস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছেন তারা। ম্যাচের সেরাও হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক উদয়। দক্ষিণ আফ্রিকাকে ২উইকেটে হারিয়ে অনুর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে দক্ষিণ আফ্রিকা। পাল্টা দেয় ভারত। ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৮ রান তুলে নিয়ে ম্যাচ জেতে ভারত। জয় অবশ্য সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে শুরুতে বিপাকে পড়ে ভারত। তবে শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে যায় দল।
এদিকে ভারত ফাইনালে অস্ট্রেলিয়া না পাকিস্তানের বিপক্ষে নামবে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে। এর মধ্যে যদি সেই সেমিফাইনালে পাকিস্তান জিতে যায় তাহলে ফাইনালে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। যে ম্যাচের জন্য অপেক্ষা করে থাকে গোটা দেশবাসী।আর ভারত পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। ওডিআই বিশ্বকাপের সময় ভারতবাসী অপেক্ষা করেছিল ফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য। সেটা আর পূরণ হয়নি। অনেক আগেই পাকিস্তানর খাতা বন্ধ হয়ে যায়। এবার দেশবাসীর সেই অপেক্ষা পূরণ হবে কিনা তা সময়ের অপেক্ষা। ভারত এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলে ২০০০, ২০০৬, ২০০৮, ২০১২, ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২২ সালে।