
Truth of Bengal: ফের ভারতের দাপট। ফের জয় লাভ। এবার মালয়েশিয়াকে ৮ গোল দিল ভারত। হকিতে টানা তিনটি ম্যাচ জিতল ভারতীয় টিম। অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমেছিল ভারতীয় হকি টিম। চ্যাম্পিয়নের মতই খেলেছে তারা।
এবার ৮ গোলে জয়লাভ করল ভারত। ম্যাচের প্রথম তিন মিনিটের মধ্যেই রাজকুমার পাল করেন প্রথম গোল। দ্বিতীয় গোল করেন অরাইজিৎ সিং। তৃতীয় গোল আসে যুগরাজ সিং এর কাছ থেকে।
চতুর্থ গোল করেন হরমনপ্রীত সিং। বিরতির আগেই ৫ গোলে এগিয়ে থাকে ভারত। শেষ পর্যন্ত মালয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বিবেক সাগর প্রসাদ। ৮-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভারত।