অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত

THE TRUTH OF BENGAL : যে দাপটের সঙ্গে শুরু করেছিল টিম ইন্ডিয়া আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সেই দাপটের সঙ্গেই শেষ করল টিম ইন্ডিয়া। জয়ী ভারত । ২০ ওভারে ভারত ৫ উইকেটে ২০৫ রান তুলল। সে রেকর্ড রানকে টপকে যেতে পারলো না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে জিততে হলে ২০৬ রান করতে হতো। সেখানে এবার অস্ট্রেলিয়া ১৮১ তে আটকে যায় সাত উইকেট খুইয়ে । ভারতে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত যে কথা ম্যাচ খেলেছে সব কটাতেই জয় লাভ করেছে। অর্থাৎ অপরাজেয় ভারত। এই ম্যাচে জয়লাভ করার ফলে অস্ট্রেলিয়ার সেমিফাইনালে যাওয়ার বিষয়টাকে একেবারে খাদের কিনারায় দাঁড় করালো, রোহিত বাহিনী।
𝙎𝙚𝙢𝙞-𝙛𝙞𝙣𝙖𝙡𝙨 ✅ ✅
𝘼 𝙎𝙪𝙥𝙚𝙧(𝙗) 𝙒𝙞𝙣! 🙌
Make that 3⃣ victories in a row in the Super Eight for #TeamIndia as they beat Australia by 24 runs! 👏👏#T20WorldCup | #AUSvIND pic.twitter.com/LNA58vqWMQ
— BCCI (@BCCI) June 24, 2024
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল মার্শ করেন ২৮ বলে ৩৭ রান। নজর করা পারফরম্যান্স সেভাবে করতে পারেনি অজি বাহিনী । এই ম্যাচে ভারত ২৪ রানে জয়ী হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে দেশবাসীর মধ্যে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছে কারণ ওডিআই বিশ্বকাপে যে স্বপ্ন পূরণ হয়নি সেই স্বপ্ন এবার দেখছেন দেশবাসী। সেই স্বপ্ন পূরণ করবে টিম ইন্ডিয়া , এই আশাতে রয়েছেন গোটা দেশের বাসিন্দারা । তবে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিততে গেলে রান করতে হত ২০৬ ।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে হিট মেজাজে ছিলেন রোহিত শর্মা , তিনি মাত্র ৪১ বলে ৯২ রান করেছেন । বিরাট কোহলি একেবারে শুরুতেই আউট হয়ে যান। তার পারফরম্যান্স নিয়ে দেশবাসী আশা করলেও সে আশা কোথাও গিয়ে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে যান তিনি। বিরাট আউট হলেও হাল ধরেন রোহিত। মাত্র ১৯ বলে এদিন অর্ধ শতরান করেন। তবে স্টার্কের বলে শেষ পর্যন্ত আউট হন রোহিত । ওয়ানডে বিশ্বকাপে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। সেই প্রতিশোধ আজ নিল টিম ইন্ডিয়া বিধ্বংসী মেজাজে খেলল তারা। অস্ট্রেলিয়ার সেমিফাইনালে পৌঁছানোর দরজা আদৌ খুলবে কিনা তা নির্ভর করছে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচের ফলাফলের উপর।