খেলা

নিয়মরক্ষার ম্যাচেও ইংল্যান্ডকে দুরমুশ করল ভারত

India also defeated England in a disciplined match

Truth Of Bengal : বুধবার আহমেদাবাদে তৃতীয় একদিনের ম্যাচ দুই দলের কাছেই ছিল শুধুমাত্র নিয়মরক্ষার। কেননা আগের দুটি একদিনে ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুড়েছিল টিম ইন্ডিয়া। তাই আহমেদাবাদের  ম্যাচে ভারতীয় প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী  এবং রবীন্দ্র জাদেজাকে। এই তিন ক্রিকেটারের বদলে দলে নেওয়া হয় ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও পেসার অর্শদীপ সিং। আর এই নিয়মরক্ষার ম্যাচেও ভারতের কাছে গো হারা হারতে হল ইংল্যান্ডকে। ভারত জয় তুলে নিল ১৪২ রানে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের এই সিরিজ জয় রোহিত ব্রিগেডের কাছে বাড়তি আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেজ্ঞরা।

দিনের শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। আগের ম্যাচে দূরন্ত শতরান করা অধিনায়ক রোহিত শর্মাকে ১ রানেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন মার্ক উড। কিন্তু হলে কি হবে হিটম্যান এর অভাব বুঝিয়ে দিলেন এই সিরিজে দূরন্ত ছন্দে থাকা আর এক তরুণ ব্যাপার শুভমন গিল। দূরন্ত শতরান এল তাঁর ব্যাট থেকে। ১০২ বলে ১১২ রান করে সাজঘরে ফিরলেন  পঞ্জাব পুত্র। তাঁকে যোগ্য সহযোগিতা করলেন অভিজ্ঞ ব্যাপার বিরাট কোহলি। অনেকদিন বাদে আবার অর্ধ্বশতরান পূর্ণ করলেন বিরাট। ৫৫ বলে ৫২ রানের ইনিংস খেললেন তিনি। তারপর কোহলি আউট হতেও ভারতীয় দলকে টেনে তুললেন শ্রেয়সী ও লোকেশ রাহুল। শ্রেয়স ৭৮ এবং রাহুল ৪০ রান করে সাজঘরে ফিরলেন যথাক্রমে সাকিব মাহমুদ ও আদিল রশিদের বলে আউট হয়ে।

গিল, বিরাট, শ্রেয়স, রাহুলরা রান পেলেও রান পেলেন না হার্দিক, ওয়াশিংটনরা। তাঁরা দুজনে করলেন যথাক্রমে ১৭ ও ১৪ রান। সংরক্ষিত করলেন ১৩ রান। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ভারত সংগ্রহ করে ৩৫৬ রান।

এই বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট ও  ডুকেট শুরুটা মন্দ করেননি। কিন্তু তাঁরা বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না ক্রিজে। সল্ট ২৩ ও ফুকেট ৩৪ রানে অর্শদীপের বলে আউট হয়ে ফিরে যান। এরপর ব্যান্টন করেন ৩৮ রান। রুট করেন ২৪। এই দুজনকে সাজঘরে ফেরান কুলদীপ ও অক্ষর। এরপর সংরক্ষিত ফেরান দুই অভিজ্ঞ ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক ও অধিনায়ক বাটলারকে। ব্রুক ১৯ রান করলেও বাটলার করেন মাত্র ৬ রান। রান পেলেন না লিভিংস্টোন-ও। মাত্র ৯ রান করে ওয়াশিংটনের বলে ফিরলেন তিনি। কোনও রান না করে সার্জিকেল বলে প্যাভেলিয়নে ফিরলেন আদিল রশিদ। নয় রানে উডকে ফেরালেন হার্দিক। সব শেষে আটকিংসনকে ফেরান অক্ষর। ফলে ৩৪.২ ওভারে ২১৪ রানেই বান্ডিল হয়ে যায় ইংল্যান্ড।

Related Articles