খেলা

যুযুধান ভারত-পাক ম্যাচ! রোহিতদের সামনে একঝাঁক মাইফলক

Ind vs Pak match in CWC 2023

The Truth of Bengal: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। শনিবারের হাইভোল্টেজ ম্যাচ দেখতে ভারত-পাকিস্তানের সমর্থকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ব্লকব্লাস্টার ম্যাচের আগেই থাকছে বিনোদনের পসার। এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই ভাঙা হয়ছে প্রথা। উদ্বোধনী অনুষ্ঠান সেই সময় না হয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজই হবে জমকালো অনুষ্ঠান।

চিরপ্রতিদ্বন্দ্বি দুই দলের ম্যাচের বল গড়াবে বেলা দুটো থেকে। ম্যাচ শুরু আগেই রোহিত-বিরাটদের সামনে রয়েছে একাধিক মাইলস্টোন। এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপে ৭ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই সাত বারের মধ্যে প্রতিবারই ভারত জিতেছে। অষ্টমবারেও কি একই ধারা বজায় রাখবে তাঁরা নাকি অষ্টম বার ব্যতিক্রম কিছু ঘটবে।

  • একদিনের ফরম্যাটে ৩০০ ছক্কা পূরণ হওয়া থেকে ৩টি ছয় দূরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
  • আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে ১৫০টি ক্যাচের মাইলস্টোন স্পর্শ করতে হলে বিরাট কোহলিকে নিতে হবে আর ২টি ক্যাচ।
  • আজ ওডিআই কেরিয়ারের ৫০তম ম্যাচ খেলবেন শ্রেয়স আইয়ার। শুধু তাই নয়, তিন ফরম্যাটে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করার জন্য তাঁর চাই ৬টি ছয়।
  • ভারতের তরুণ ওপেনার শুভমন গিল ওডিআইতে ২০০০ রান পূর্ণ হওয়া থেকে ৮৩ রান দূরে রয়েছেন।
  • ওডিআইতে ১ হাজার রানের মাইলস্টোন পূর্ণ করতে হলে ঈশান কিষাণকে তুলতে হবে ৬৭ রান।

Free Access

Related Articles