খেলা

স্বপ্নপূরণের তাগিদে ইগর স্টিম্যাচ, দায়িত্ব ছাড়তে রাজি নন কোচ

Igor Stimach in pursuit of dreams

The Truth of Bengal: ভারতীয় টিম হারলেও এখনই দায়িত্ব ছাড়তে রাজি নন কোচ ইগর স্টিম্যাচ। যে স্বপ্ন নিয়ে তিনি ভারতে এসেছেন তা পূরণ হতে পারে জুনে। সে কারণে নতুন করে দলকে তৈরি করবেন। হার থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন খেলোয়াড়দেরকে। মঙ্গলবার গুয়াহাটিতে একাধিক গোলের  সুযোগ হাতছাড়া করে আফগানিস্থানের কাছে কাছে হারতে হয়েছে ভারতকে। ঘরের মাঠে যে ম্যাচ অন্তত বেশ কয়েকটা গোলে জেতা উচিত ছিল সেই ম্যাচে ১-২ গোলে  হেরে মাঠ ছেড়েছে স্টিম্যাচের ছেলেরা। আর এই হার কোনো মতেই মেনে নিতে পারছেন না  জাতীয় দলের কোচ । ভারতীয় ফুটবলারদের ছোট ছোট ভুলই  বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডুবিয়ে দিল বলেই ব্যাখ্যা দিচ্ছেন। তবে ফের জুনে যখন বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচ খেলতে নামবে ভারত তখন অন্য চেহারায় দেখা যাবে গোটা ভারতীয় ফুটবল টিমকে।

সুনীলদের কে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়ান এই কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের ম্যাচের চাপ সামলাতে গেলে পারফরমেন্সের যে তীব্রতার প্রয়োজন হয় তার অভাব হচ্ছে । তবে মে জুন মাসে ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে দল । তখন সবকিছু ঠিক হয়ে যাবে , কঠোর পরিশ্রম ছাড়া যে আর কোন পথ খোলা নেই সে কথাই উল্লেখ করছেন। শুধু তৃতীয় রাউন্ডে ওঠা নয়, ঠিক জায়গায় পৌঁছানোটাই এখন সব থেকে বড় লক্ষ্য বলে উল্লেখ করছেন তিনি।

এই হার থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগানোর দিকেই ঝুঁকবেন বলে নির্দিষ্ট লাইন বেঁধে দিচ্ছেন ইগর স্টিম্যাচ। এই হারের নেপথ্যে যে বিষয়গুলো কাজ করেছে তার মধ্যে অন্যতম  যে নির্দেশ দিয়েছিলেন ফুটবলারদেরকে তা ঠিক মতো কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। ম্যাচের শুরুর দিকেই যে গোলের সুযোগ ছিল তাও হাতছাড়া করা হয়েছে । তার জেরেই এই গোটা ম্যাচে হারতে হয়েছে বলেই তার পর্যবেক্ষণ। তবে ব্যর্থতার দায় নিয়ে এখনই দায়িত্ব ছাড়বেন না স্টিম্যাচ।  তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। যে লক্ষ্য নিয়ে তিনি এসেছেন তা জুনে পূরণ হতে পারে।  তাই জুন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। তারপর দেখা যাবে কি হয়।

Related Articles