খেলা

রোহিতকে একান্তই না পেলে বুমরাই পার্থ টেস্টের অধিনায়ক: গৌতম

If Rohit is not available, Bumrah will be the captain for the Perth Test: Gautam

Truth Of Bengal: আগামী ২২ নভেম্বর বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে পার্থে। সেই টেস্টে ভারতের হয়ে একান্তভাবেই যদি রোহিত শর্মাকে না পাওয়া যায়, তাহলে তাঁর পরিবর্তে, অধিনায়কের আর্মব্যান্ড থাকবে পেসার যশপ্রীত বুমারর হাতে। সোমবার অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে এ কথাই স্পষ্ট করে দিলেন ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর।

এর পাশাপাশি গৌতি এটাও জানিয়ে রাখেন যে, এখনই রোহিতর অস্ট্রেলিয়া না যাওয়ার সম্বন্ধে আমাকে এখনও অফিসিয়ালভাবে কিছুই জানানো হয়নি বোর্ডের তরফ থেকে। তাই আমি আশা করবো যে, রোহিতকে অবশ্যই শুরু থেকেই দলে পাওয়ার বিষয়ে।

প্রসঙ্গত, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ শুরু হওয়ার আগেই পারিবারিক কারণে বোর্ড কর্তাদের কাছে ছুটির আবেদন করেছিলেন হিটম্যান। তারপরই শুরু হয় তাঁর এই ছুটি নেওয়ার বিষয় নিয়ে জল্পনা। সূত্রের খবর, রোহিতের স্ত্রী রীতিক দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভাবা হয়েছেন। সেই কারণেই রোহিত ছুটি চেয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর রোহিত এবং গৌতিকে নিয়ে আলোচনায় বসেন বোর্ড কর্তারা। সেই বৈঠকেই নাকি রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব তুলে ধরেন কর্তারা। এবং তারপরই নিজের ছুটি বাতিল করতে পারে বলেই শোনা যাচ্ছিল।

এদিকে রোহিতকে যদি একান্ত না পাওয়া যায়, তাহলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ মিলতে পারে বাংলার ব্যাটসম্যান অভিমুন্য ইশ্বরণের। তবে তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন অভিজ্ঞ কেএল রাহুলও। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।

Related Articles