খেলা

শুধু আইসিসি ট্রফি জেতাই নয়, ভারতকে আরও ভাল জায়গায় রেখে যেতে চাই : বিরাট

I want to not only win ICC trophies, but also leave India in a better place: Virat

Truth Of Bengal: রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ট্রফি জয় করেছে রোহিত শর্মার ভারত। এই নিয়ে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে মেন-ইন-ব্লুজ। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা তারকা বিরাট কোহলি। সেই সময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তের কোহলি বলেন, ‘দেশের হয়ে আইসিসি টুর্নামেন্ট জেতাই তাঁর মূল লক্ষ্য নয়। বরং সূর্যাস্তের সময় যাতে ভারতীয় ক্রিকেট আরও ভাল জায়গায় থাকে, সেটারও দায়িত্ব আমার।’

এরপর বিরাট আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি জয়টা আমাদের সকলের কাছে অসাধারণ একটা মুহূর্ত। আমরা সকলেই চেয়েছিলাম অস্ট্রেলিয়া সফর থেকেই ঘুড়ে দাঁড়াতে। কেননা কোনও বড় ট্রফি জয়ই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু সেটা তখন সম্ভব হয়নি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় আমাদের সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছে।’

ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ সম্বন্ধে বলতে গিয়ে বিরাট বলেন, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই। বর্তমান ভারতীয় দলের পারফরম্যান্স দেখেই তা সহজেই অনুমেয়। এবং দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে সিনিয়র ক্রিকেটার হিসাবে সব কিছু ভাগ করে নিতে পারার অভিজ্ঞতাও অসাধারণ। আর এই সিনিয়র ও জুনিয়ারের কম্বিনেশনই ভারতীয় দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন করেছে।’ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল পারফরম্যান্সের জন্য গোটা ভারতীয় দল যেভাবে পরিশ্রম করেছে তার কোনও তুলনাই হয় না। এই জয়টা পরিশ্রমের একটা সফল বলে মন্তব্য করেছেন বিরাট।

দলের সতীর্থ হিসাবে শুভমন ও শ্রেয়সদের প্রশংসা করে বিরাট জানান, ‘শুভমন ও শ্রেয়স শুধু নন, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়ারাও অসাধারণ পারফরম্যান্স করেছেন। যা আমাকে বিশেষভাবে অভিভূত করেছে। ট্রফি জয়ের কৃতিত্ব দলের সকলের।’ পাশাপাশি সিনিয়র ক্রিকেটার হিসাবে তাঁর দায়িত্ব সম্বন্ধে বলতে গিয়ে কোহলি জানান, ‘দলের সিনিয়র খেলোয়াড় হিসাবে আমার অনেক গুরু দায়িত্ব আছে। তার মধ্যে অন্যতম হল, পরবর্তী প্রজন্মের ক্রিকেটার তৈরি করে দেওয়া। সেইদিকটাও মাথায় রাখতে হবে।’

Related Articles