খেলা

অনুর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দল ঘোষণা করলেন প্রধান কোচ নৌশাদ মুসা

Head coach Naushad Musa announces Indian U-23 football team

Truth of Bengal:  বৃহস্পতিবার অনুর্ধ্ব-২৩ ভারতীয় দল ঘোষণা করলেন দলের প্রধান কোচ নৌশাদ মুসা। আপাতত ২৯ জন ফুটবলার নিয়ে শিবির চালু করবেন তিনি।‌ শিবির চালু হবে আগামী ১ জুন থেকে। সিনিয়র দলের মত জুনিয়ার দলেরও এই শিবির চলবে কলকাতা শহরে। এই দলে ডাক পেয়েছেন মোহনবাগানের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস ও ইস্টবেঙ্গলের সুমন দে। এই ভারতীয় ফুটবল দল তাজাকিস্তানের দুশানবে-তে দুটি প্রীতি ম্যাচ খেলবে। যে ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ জুন। ভারত দুটি ম্যাচে মুখোমুখি হবে তাজাকিস্তান কিজিকিস্তানের অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে।

এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল

গোরক্ষক-সাহিল, প্রিয়াংকা দুবে ও মহম্মদ আরবাজ।

ডিফেন্ডার-নিখিল বার্লা, দীপেন্দু বিশ্বাস, বিকাশ ইউনাম, পরমভীর, ক্লারেন্স ফার্নান্ডেজ, সাজ্জাদ হুসেন, মহম্মদ সাইফ, হুমম ভট্টাচার্য ও সুমন দে‌।

মিডফিল্ডার-ভিবিন মোহানান, লালরেমটুলুঙ্গা বানাই, মিনিত ভেঙ্কটেশ, হর্ষ পাত্রে, রাহুল রাজু, লালরিনলিয়ানা হামতে, ম্যাকারনি লুইস নিকসন, মানগেলেংথাং কিপজেন, চিনগানবাম সিভাল্ডো সিং,  মহম্মদ আমিন, হুইড্রম থই সিং।

ফরোয়ার্ড- পার্থিব সুন্দর গোগোই, মহম্মদ সুহাইল, করুন সিং, মহম্মদ সানান, ইরান সাজি, জোসেফ সানি।

হেড কোচ-নৌশাদ মুসা।

সহকারী কোচ- রেমস থামিও গোমস।

গোলরক্ষক কোচ-দীপঙ্কর চৌধুরি।

ফিজিক্যাল ট্রেনার-দিওয়াকর মনোহর।