খেলা

৭ বছর পর ভারতে পাকিস্তান! হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনা বাবরদের

CWC 2023

The Truth of Bengal: চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তান ক্রিকেট টিমের আগমন ঘটল ভারতে। সৌজন্যে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। দীর্ঘ ৭ বছর পর ভারতে এল বাবর-শাহিনরা। বুধবার রাতে সোজা দুবাই হয়ে ভারতে আসেন বাবর আজমরা। হায়দরাবাদে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে পাক দল। হায়দরাবাদে তাঁদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেটারদের দেখতে বিমানবন্দরে ভিড় জমান সাধারণ মানুষ।

পাকিস্তান ক্রিকেট দলের সদস্য সংখ্যা ৩১ জন। এর মধ্যে ১৮ জন খেলোয়াড়। যার মধ্যে আবার ৩ জন রিজার্ভ খেলোয়াড় রয়েছেন। এছাড়া দলের মধ্যে ১৩ জন সাপোর্ট স্টাফও রয়েছে। বিশ্বকাপে সফরে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ৬ অক্টোবর। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হায়দরাবাদেই খেলবে তারা। ফলে বাবরদের হোম গ্রাউন্ড হায়দরাবাদেই হতে চলেছে।

 

ভারতে এমন অভ্যর্থনা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বাবর আজমরা। বিমানবন্দর থেকে টিম বাসে করে তাঁরা পৌঁছান হোটেলে। সেখানে হোটেল কর্মীরা তাঁদের স্বাগত জানান। ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে তাঁরা লিখেছেন, হায়দরাবাদে নেমে আমাদের ক্রিকেটারদের যেভাবে স্বাগত জানানো হয়েছে তা দেখে আমরা আপ্লুত। অন্যদিকে অনুরাগীদের দেখে খুশি বাবর-শাহিনরা।

Free Access

Related Articles