বর্ষসেরা হরমনপ্রীত,সেরা গোলরক্ষ হলেন পিআর শ্রীজেশ
Harmanpreet is the best player of the year, PR Sreejesh is the best goalkeeper

Truth of Bengal: শুক্রবার ওমানে অনুষ্ঠিত হল আন্তঃর্জাতিক হকি ফেডারেশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ভারতের দুই হকি খেলোয়াড় সম্মানিত হলেন। তাঁদের মধ্যে একজন হলেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত সিং। এবং অপরজন হলেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় পিআর শ্রীজেশ।
প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেলেন হরমনপ্রীত সিং। আর জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ পেলেন সেরা গোলরক্ষকের সম্মান।
প্রসঙ্গত, হরমনপ্রীত জাতীয় দলের হয়ে দূরন্ত পারফরম্যান্স করেছেন চলতি বছরের প্যারিস অলিম্পিক্সে। কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ব্রোঞ্জ জয়ের ম্যাচ মিলিয়ে তাঁর মোট গোলসংখ্যা হল ১০টি। এমনকি তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে স্পেনের বিপক্ষেও স্কোরশিটে নাম তুলেছিলেন হরমনপ্রীত।
তবে হরমনপ্রীত এবারই প্রথম এই সম্মান পেলেন তা নয়। এর আগে ২০২০-২১ এবং ২০২১-২২ মরশুমেও তিনি সম্মানে ভূষিত হয়েছিলেন। এই পুরস্কার জয় করার পর ভারতীয় হকি দলের অন্যতম এই তারকা জানান, আমাকে এই সম্মান দেওয়ার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই এফআইএইচ-র কর্তাদের। এই সম্মান আমার কাছে বিরাট পাওনা। যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমার এই পুরস্কার পাওয়ার পিছনে আমার সতীর্থ খেলোয়াড়দেরও অবদান অস্বীকার করা যাবে না। তাঁরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং আমার তরফ থেকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাই ভারতীয় হকি ফেডারেশনের কর্তাদের পাশাপাশি আমার স্ত্রী, কন্যা এবং পরিবারের সকল সদস্যকে।
অন্য দিকে হরমনপ্রীতের মতো প্যারিস অলিম্পিকের আসরে অসাধারণভাবে গোলরক্ষকের ভূমিকা পালন করেছিলেন কেরলার পিআর শ্রীজেশ। সেই পারফরম্যান্সের নিরিখে এই নিয়ে তৃতীয়বার সেরা গোলরক্ষকের এমন সম্মানে ভূষিত হলেন শ্রীজেশ-ও। হরমপ্রীতের মতো শ্রীজেশও জানান, তিনি দারুণ খুশি।
পাশাপাশি ভারতীয় হকি ফেডারেশনের কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুললেন না এই মালওয়ালি যুবক। এছাড়াও মহিলাদের মধ্যে বর্ষসেরা সম্মানে ভূষিত হয়েছেন নেদারল্যান্ডের হকি খেলোয়াড় ইব্বি জানসেন। এবং সেরা দুই আম্পায়ার নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের সারা উইলসন এবং অস্ট্রেলিয়ার স্টিভ রজার।