খেলা

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ ফের অলরাউন্ডার শীর্ষে হার্দিক পান্ডিয়া

Hardik Pandya regains top spot in ICC T20 rankings for all-rounders

Truth Of Bengal: প্রতিভার অভাব তাঁর কোনওদিনই ছিল না। একসময় ক্রিকেট বিশষজ্ঞরা কপিল দেবের বিকল্পও বলতে শুরু করে দিয়েছিলেন। ভারতের বেশ কিছু স্মরণীয় জয়ের সাক্ষী তিনি। কিন্তু চোট-আঘাত আর বিতর্ক মাঝে মধ্যেই বরোদার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কেরিয়ারে প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে। হারিয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের জাতীয় দলের অধিনায়কত্ব। লালা বলের ক্রিকেটেও তাঁকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায় না।

সেই হার্দিক আবার শিরোনামে। আইসিসির টি-২০ র‍্যাঙ্কিং-এ অলরাউন্ডার শীর্ষে এই ভারতীয় অলরাউন্ডার। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও নেপালের দীপেন্দ্র সিং আইরিকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। হার্দিকের পাশাপাশি তালিকায় উত্তোরণ হয়েছে ভারতীয় ব্যাটার তিলক ভার্মারও। এই তরুণ প্রতিভা ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে ঢুকে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৪ ম্যাচের কুড়ি-বিশের সিরিজে ব্যাট ও বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হার্দিক। সেই পারফরম্যান্সই তাঁকে তালিকার শীর্ষে তুলে দিয়েছে। ৩১ বছরের পান্ডিয়ার অলরাউন্ড দক্ষতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত সিরিজ জিতেছে ৩-১ ব্যবধানে।

Related Articles