বাঁধনহারা উচ্ছ্বাসের ফল টের পাচ্ছেন হামবুর্গ সমর্থকরা, হাসপাতালে ভর্তি ২৫
Hamburg fans feel the effects of unbridled excitement, 25 hospitalized

Truth Of Bengal: কথায় আছে না আনন্দ বা উচ্ছ্বাসে মাতোয়ারা হওয়া ভাল। তবে সেই উচ্ছ্বাস যেন কখনই ক্ষতি বা বিষাদের কারণ না হয়ে ওঠে। কিন্তু এই প্রবাদবাক্যটা হয়ত মাথায় ছিল না হার্মবুর্গ সমর্থকদের। থাকলে হয়ত এ ঘটনা ঘটত না।
রবিবার বুন্দেশলিগা ২ থেকে উত্তীর্ণ হয়ে বুন্দেশলিগার মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছে হামবুর্গ। দলের এমন সাফল্যে সমর্থকরা যে আনন্দে মাতবেন এটাই স্বাভাবিক। তবে তাঁদের সেই আনন্দে লাগাম ছিল না। ম্যাচ শেষ হতেই প্রিয় দলের সাফল্যের আনন্দে আত্মহারা হয়ে হুড়মুড় করে মাঠে প্রবেশ করতে যান সমর্থকরা। এতেই বাঁধে বিপত্তি। ঘটে দুর্ঘটনা।
এই প্রসঙ্গে হামবুর্গের দমকল দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবারের ঘটনায় প্রায় ৫০ জনের বেশি সমর্থক আহত হয়েছেন। এবং তার মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, জার্মানির শীর্ষ লিগ বুন্দেশলিগায় মোট ছয় বার চ্যাম্পিয়ন হলেও ২০১৮ সালে তারা মূল পর্ব থেকে নেমে গিয়ে বুন্দেশলিগা-২ নেমে যায়। এরপর তারা প্রায় এতদিন মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে এবার উলমেরকে ৬-১ গোলে হারিয়ে আবার তারা উঠে এল বুন্দেশলিগার মূল পর্বে।