খেলা

বিশ্বকাপের মাঝেই অবসর গুরকিরতের

Gurkeerat Singh

The Truth of Bengal: চলছে ক্রিকেট বিশ্বকাপ । তার মাঝেই ক্রিকেটকেই বিদায় জানালেন গুরকিরাত সিং মান ।  সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের অলরাউন্ডার গুরকিরাত সিং মান । ভারতীয় দলে সেভাবে সুযোগ না পেয়ে উঠলেও ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছেন এই পাঞ্জাবের অলরাউন্ডার। ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফর করেছিলেন এই ক্রিকেটার । ৩৩ বছর বয়সে  এই সিদ্ধান্ত নিলেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোষ্টের মাধ্যমে সকলকে অবসরের কথা জানিয়েছেন ।

ওই পোষ্টে ভারতীয় দলের ডেবিউ ক্যাপ নেওয়ার মুহুর্তের ছবি দিয়ে তিনি লিখেছেন, তার কেরিয়ারের ক্রিকেট যাত্রার সমাপ্তি ঘটলো। তবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা যা  বিশেষ সম্মানের। উল্লেখ করে বলেছেন , তার পরিবার, বন্ধুবান্ধব, কোচ এবং আমার সহকর্মী খেলোয়াড়দের কাছ থেকে সমর্থন পাওয়াকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই পোষ্টের সঙ্গে তিনি যোগ করেছেন , বিসিসিআই এবং পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এর কথা। তাদেরকে  ধন্যবাদ জানিয়েছেন । কারণ   ক্রমাগত সমর্থন, নির্দেশনা এবং উৎসাহ সবটাই পেয়েছেন  গুরকিরাত ।

২০১৬ সালের ১৭ জানুয়ারি প্রথম ওয়ানডে এবং ২০১৬ সালের ২৩ জানুয়ারি শেষ ওয়ানডে খেলেন তিনি। ৩টি ওয়ানডেতে ৮, ৫ ও ০ রান করেছিলেন তিনি। তারপর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি গুরকিরাত সিং মান।তবে ঘরোয়া ক্রিকেটে তিনি পঞ্জাবের হয়ে চুটিয়ে খেলেছেন। ২০১১/১২ মরশুমে সাদা বলে প্রথম ডেবিউ করেন তিনি। আর পরের মরশুমে লাল বলে। কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়াও কলকাতা নাইট রাইডার্স, গুজরাত টাইটান্স, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন গুরকিরত।

Free Access

Related Articles