খেলা

WPL এর আগে কোচ বদল গুজরাটের

Gujarat Giants 

The Truth of Bengal: চলতি  মাসেই শুরু হচ্ছে WPL। এই মুহূর্তে প্রত্যেকটা দলের যেটুকু যা খামতি ছিল সব পূরণ করার চেষ্টা করছে আর এদিকে গুজরাট জায়ান্টস বদলে ফেলল তাদের কোচ। গত মরশুমে দলের কোচ  ছিলেন রেচল হেন্স। তার জায়গায় এবার নতুন দায়িত্ব দেওয়া হল মাইকেল ক্লিঙ্গারকে। গুজরাট জায়েন্টসের তরফ থেকে একথা নিশ্চিত করা হয়েছে এক্সে পোষ্টের মাধ্যমে। এদিকে ক্লিঙ্গারকে গুজরাত জায়ান্টসে জয়েন করতে পেরে ভীষণ খুশি‌।

তিনি জানিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি মিতালী রাজের সঙ্গে কাজ করার তার সুযোগ হবে যা তার কাছে বড় পাওনা। মিতালির হাত ধরে ভারতের মহিলাদের ক্রিকেটে এসেছে বিবর্তন। তিনি আশা করছেন এই মরসুমে গুজরাট হবে চ্যাম্পিয়ন। WPL এর  প্রথম মরসুমটা ভালো কাটে নি গুজরাত জায়ান্টসের। লীগ পর্বের আটটা ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছিলো তারা। আগামী ২৩ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লীগের  দ্বিতীয় মরসুম।

জয়লাভের আশায় দিন গুনছে গুজরাট। গতবছরের ব্যর্থতা ভুলে এ বছর একেবারে নতুন শুরু করতে চাইছে তারা। এখন গুজরাট জায়ান্টসের একটাই লক্ষ্য খেতাব জয় করা। এর আগে ২০১৭ তে অবসর নেওয়া এই ক্লেঙ্গার কোচিং এর দুনিয়ায় পা রাখেন। হেড কোচ পরিবর্তিত হলেও কোচিং স্টাফ অপরিবর্তিত থাকছে। কদিনের মধ্যেই শুরু হবে এই ডব্লিউ বি এল তার আগে এই পরিবর্তন প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles