খেলা

শিল্ড জয়ের হাতছানি সবুজ মেরুনের, স্বপ্ন পূরণের লক্ষ্যে কান্তিরাভায় মোহনবাগান

Green Maroons on the verge of winning the Shield, Mohun Bagan in Kantirava aiming to fulfill their dream

The Truth Of Bengal :   শিল্ড জয়কে লক্ষ্য করেই বৃহস্পতিবার কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামতে চলেছে মোহনাবাগান। শিল্ড জয়ের জন্য এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়েই ফিরতে হবে মোহনবাগানকে। বেঙ্গালুরু এবং ঘরের মাঠে মুম্বাই-কে হারালেই তবে শিল্ড জয়ের স্বপ্ন পূরণ করতে পারবে সবুজ-মেরুণ বাহিনী।

আইএসএল শিল্ড জয়ের লড়াই যে জমে উঠেছে আইএসএলের পয়েন্টস টেবিল দেখলেই সেটা বোঝা যাচ্ছে। ফুটবল মরশুমের একদম শেষ সপ্তাহে এসে শিল্ড জয়ের নাটক বেশ জমে উঠেছে। আর এই নাটকের পটভূমিতে হয়তো মূল চরিত্র মোহনবাগানের। মোহনবাগান নিজেদের বাকি দুটি ম্যাচ জিতলে শিল্ড ছোঁয়ার স্বপ্ন পূরণ করবে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মোহনবাগান ১১ই এপ্রিল সুনীল ছেত্রীর বেঙ্গলুরু এফসির বিরুদ্ধে কান্তিরাভায় নামতে চলেছে। মোহনবাগান-কে নিজেদের বাকি ম্যাচ গুলিতে কোনোরকম পয়েন্ট খোয়ালে চলবে না। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারলে শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শুধু একটি জয়েরই প্রয়োজন। তবে সোমবার মুম্বাই এবং ওড়িশা ম্যাচে নজর রাখবে মোহন জনতা। এই ম্যাচে মুম্বাই হারলে কিছুটা হলেও সুবিধা হবে ডিমি পেত্রাতস-দের। হাবাসের অসুস্থতার কারণে তাঁকে ডাগ-আউটে পাওয়া যাবে কিনা সে বিষয়ে সন্দেহ থাকছেই। এছাড়াও এই দলের অন্যতম সেরা খেলোয়াড় সাহালের খেলা নিয়েও অনিশ্চয়তা আছেই।

Related Articles