
Truth Of Bengal: বল হাতে তাঁকে দৌড়তে দেখলেই, গ্যালারি থেকে আওয়াজ ওঠে বুম, বুম বুমরা। ব্যাটাররাও আতঙ্কে থাকেন, কখন কোন ভয়ঙ্কর ডেলিভারিগুলি ছুটে আসবে তাঁদের দিকে। বর্তমানে বিশ্ব ক্রিকেটের আঙিনায় পেসারদের তালিকায় যশপ্রীত বুমরা হলেন অন্যতম সেরা। তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। যত দিন গড়াচ্ছে, ততই যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন এই পেসার।

গত বছর বর্ডার-গাভাসকর ট্রফিতেও অস্ট্রেলিয়ার মাঠে জ্বলে উঠেছিলেন তিনি। সেই সিরিজ ভারত হারলেও সিরিজ সেরার পুরস্কার জয় করে নিয়েছিলেন বুমরা। শুধু একটা সিরিজই নয়, দিনের পর দিন বল হাতে এইভাবেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন তিনি। তারই সুবাদে ২০২৪ সালে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পুরস্কারও জয় করেছিলেন বুমরা। এরই পাশাপাশি উইজডেনের দেওয়া ‘ক্রিকেটের বাইবেল’ পুরস্কারও ঝুলিতে পুড়ে নিয়েছেন তিনি।
Ek Bihari, sab pe bhaari! 😂🔥 pic.twitter.com/6ZqjnfqrmO
— Rajasthan Royals (@rajasthanroyals) May 2, 2025

সদ্য চোট সারিয়ে বুমরা এখন নিজেকে মগ্ন রেখেছেন আইপিএল-র আসরে। মুম্বই দলের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন বুম…বুম…বুমরা। সম্প্রতি রাজস্থান রয়্যালসকে ১০০ রানে হারায় মুম্বই। রিয়ান পরাগের দলের বিপক্ষে দুটি উইকেট নেন বুমরা। সেই ম্যাচের পর সাংবাদমাধ্যমের কাছে বুমরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন প্রাক্তন অজি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট।

তিনি বলেন, ‘আমার মনে হয়, বুমরা এই মুহূর্তে সর্বকালের সেরা বোলার। যখন কেউ বুমরার পারফরম্যান্সের দিকে তাকিয়ে দেখলে বোঝা যাবে কোন কোন পরিস্থিতির মধ্যে বুমরা ওর বোলিংয়ের সেরা পারফরম্যান্সটা দেখাচ্ছেন। আর এই পারফরম্যান্স দেখে আমার তো স্যার ব্র্যাডম্যানের কথাই মনে পড়ে যাচ্ছে।

স্যার অনেকের থেকে যেমন এগিয়ে ছিলেন, বুমরাও ঠিক তাই। স্যার যেমন ব্যাটিংয়ের শীর্ষে, তেমিন বুমরা হলেন বোলিংয়ের ব্র্যাডম্যান। আলাদা পিচে, আলাদা কন্ডিশনে বুমরা যেভাবে বোলিং করে নিজের সেরাটা উপহার দেন, তাতে ওকে দেখে আমার বলতে দ্বিধা নেই বুমরার মত বোলার আমি খুব কমই দেখেছি।’