খেলা

ঘুচল বৈষম্য, টি২০ বিশ্বকাপ নিয়ে ঐতিহাসিক পদক্ষেপ আইসিসির

Ghuchal discrimination, ICC's historic action on T20 World Cup

Truth Of Bengal : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি মঙ্গলবার ঘোষণা করেছে যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ পুরস্কার মূল্য বাড়ানো হল। কার্যত ঐতিহাসিক পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল । আইসিসি আয়োজিত টুর্নামেন্টে এবার থেকে পুরুষদের দলের মত্ই সমান পুরস্কার মূল্য পাবে মেয়েরাও । আসন্ন টি২০ বিশ্বকাপ থেকেই এই নিয়ম চালু হবে।

যদিও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই । ২০২৩ সালের জুলাই মাসে আইসিসির বার্ষিক কনফারেন্সে এই সিদ্ধান্ত নেয়। আইসিসি বিবৃতি দিয়ে জানিয়েছে ” এই সিদ্ধান্তটি ২০২৩ সালের জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে নেওয়া হয়েছিল” প্রসঙ্গত, ছেলেদের সমান পুরস্কার মূল্য মহিলা খেলোয়াড়দেরকে দেওয়ার ভাবনায় ছিল আইসিসি । তাদের পরিকল্পনায় ছিল ২০৩০ সাল।

সাত বছর আগেই পদক্ষেপ করা হল। এখন থেকে ক্রিকেটই একমাত্র খেলা, যেখানে পুরস্কার মূল্যে থাকছে না কোনও লিঙ্গবৈষম্য।

Related Articles