খেলা

চার মজার প্রশ্ন সচিনের

Four interesting questions of Sachin

The Truth of Bengal: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ভারতে তো তিনি আবার ‘ক্রিকেট ঈশ্বর’ হিসেবে পূজিত হন। সেই  সচিন তেন্ডুলকর সোশ্যআল মিডিয়ায়  কিছু পোষ্ট করলে তার ব্যাপক সারা মেলে ।‌আর এবার মজা করে সওশ্যআল সাইটে গিয়ে প্রশ্ন করলেন চারটে শব্দের হিন্দি কি হতে পারে । এক্স হ্যান্ডেলে লিখেছেন ,  সচিন তেন্ডুলকর হিন্দি দিবসের হ্যাশট্যাগে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছেন। তিনি লিখেছেন হিন্দি ভাষাতেই।

সচিন লিখেছেন, আপনারা আমাকে বলতে পারবেন ক্রিকেটে ব্যবহৃত চারটি শব্দকে হিন্দিতে কী বলে? এই চারটি শব্দ হলো আম্পায়ার, উইকেটকিপার, ফিল্ডার ও হেলমেট। সচিনের টুইট অনেক সাড়া মিলেছে । এবং দিন টা ছিল হিন্দি দিবসের দিন।প্রতি বছরই সেপ্টেম্বরের ১৪ তারিখ হিন্দি দিবস হিসেবে পালিত হয়। আমজনতা থেকে সেলিব্রিটি- সকলেই হিন্দি দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেদিনই সচিনের এই মন্তব্য বলা ভাল প্রশ্ন ।তার ডাকে সর্বদাই সাড়া মেলে ।কারণ সচিন তেন্ডুলকর, কোটি কোটি ভক্তের রক্ত মাংসের ভগবান।

আবেগের মহাসুনামির শব্দ ‘সচিন…সচিন…’! ‘মাস্টার ব্লাস্টার’, ‘লিটল মাস্টার’, ‘লিটল চ্যাম্পিয়ন’ ও ‘রান মেশিন’! কতই না নাম সচিনের।সর্বকালের শ্রেষ্ঠ ব্যাটারের জন্মদিনে তুলে ধরা হল, তারই কিছুই রেকর্ড, যা কার্যত ভাঙা অসম্ভব। এখনও যা সচিনের নামের পাশেই লেখা রয়েছে। প্রায় দুই দশকের বর্ণময় কেরিয়ারে যদিও সচিনের সব রেকর্ড লিপিবদ্ধের জন্য এক প্রতিবেদনও কম পড়ে যাবে।আম্পায়ার, উইকেটকিপার, ফিল্ডার, হেলমেট। এতে মজার মজার উত্তর পাওয়া গিয়েছে । আম্পায়ারের হিন্দি হিসেবে কেউ বলছেন  অধিনির্ণায়ক, কেউ বলছেন‌ মধ্যস্থ। উইকেট কিপারকে বলা হচ্ছে  ফটকি, ।তবে তার পছন্দ হয়েছে কিনা শব্দ গুলো তা আর তিনি জানাননি ।

Related Articles