খেলা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার শিবালিক শর্মা

Former Mumbai Indians cricketer Shivalik Sharma arrested on rape charges

Truth Of Bengal: আইপিএল চলার মাঝেই ধর্ষণের অভিযোগ উঠল ক্রিকেটার শিবালিক শর্মার বিরুদ্ধে। সোমবার এই অভিযোগের ভিত্তিতে বরোদার ক্রিকেটারটিকে গ্রেফতার করে পুলিশ। শিবালিকের বিরুদ্ধে রাজস্থানের যোধপুরের একটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।

সংবাদ মাধ্যম সূ্ত্রের খবর, পুলিশ শিবালিককে গ্রেফতার করে আদালতে পেস করলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, ক্রিকেটার শিবালিক নাকি এক মহিলাকে বিযের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে শিবালিকের সঙ্গে ওই মহিলার সম্পর্ক গড়ে ওঠে। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠ হন তাঁরা দুজনে। এমনকি দুই পরিবারের উপস্থিতিতে তাঁদের মধ্যে বাগদান পর্বও সম্পন্ন হয়েছিল। কিন্তু এক বছর কাটতে না কাটতেই পট পরিবর্তন হতে শুরু করে। শিবালিকের পরিবারের পক্ষ থেকে ওই মহিলাকে জানানো হয়, তাঁরা শিবালিকের বিয়ে অন্য জায়গায় দেওয়ার কথা চিন্তা-ভাবনা করছেন। এই কথা শোনার পরই শিবালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তও শুরু করেছে যুধপুরের ওই কুড়ী ভগতাসনী থানার পুলিশ আধিকারিকেরা। এবং তারপরই তাঁকে গ্রেফতার করা হয়।

শিবালিক ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। তাঁর সংগ্রহ ১০৮৭ রান করেছেন। তিনি বরোদার হয়ে শেষ ম্যাচ খেলেছেন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। এখন দেখার এই ঘটনার জেরে শিবালিককে কতদিন কারাবাস করতে হয়।

Related Articles