লর্ডসে ফাইনাল, প্রকাশিত ২০২৬ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ সময়সূচি
Final at Lord's, 2026 Women's T20 World Cup schedule released

Truth Of Bengal: প্রকাশিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ দিন ধরে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
২০২৬ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ৫ জুলাই। টুর্নামেন্ট শুরু হবে ১২ জুন। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুলাই লন্ডনের আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। বলা বাহুল্য, লর্ডসে ২০১৭ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আরও একটি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে।
২০২৬ সালে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি বিখ্যাত ভেন্যুতে। লর্ডস ছাড়াও তালিকায় রয়েছে—এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড। তবে এখন পুরো বিশ্বকাপের বিস্তারিত সময়সূচি সামনে না। খুব শীঘ্রই তা প্রকাশিত হবে বলে জানিয়েছেন আইসিসি।
মহিলা বিশ্বকাপ প্রসঙ্গে আইসিসির চেয়ারম্যান জয় শাহ জানিয়েছেন, ২০২৬ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভেন্যুগুলির স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই বিশ্বকাপ বিশ্বের সেরা খেলোয়াড়দের একত্রিত করবে দক্ষতা, মনোবল এবং ক্রীড়ানুরাগের উদযাপনে। ব্রিটেনের সমৃদ্ধ বৈচিত্র্য সর্বদা সমস্ত দলের প্রতি আবেগপূর্ণ সমর্থন দেখিয়েছে, যা আমরা অতীতের ইভেন্টগুলিতেও দেখেছি।
বলা বাহুল্য, এই প্রথমবার মহিলা টি- টোয়েন্টি বিশ্বকাপে ১২টি দল অংশ নেবে। যা প্রতিযোগিতার যেকোনও সংস্করণে সর্বোচ্চ। দুটি গ্রুপে ভাগ হয়েছে বিশ্বকাপ খেলবেন তারা। যেখানে প্রতিটি গ্রুপে রাখা হবে ছয়টি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দল দুটি জায়গা করে নেবে সেমিফাইনালে। বাছাই পর্ব খেলে ইংল্যান্ড বিশ্বকাপে মিলবে জায়গা।