ধোনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য গিলির, ২০২৬-এ আর খেলা উচিত নয় মাহির
Explosive comments on Dhoni, Mahir should not play in 2026

Truth Of Bengal: মহেন্দ্র সিং ধোনি কবে পুরোপুরি ক্রিকেটকে আলবিদা জানাবেন, তা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরেই। এবার চেন্নাই দলের অধিনায়কের অবসর নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।
বুধবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলি জানান, ‘ধোনির এখন ৪৩ বছর বয়স। আমি চাইব ধোনি যাতে ২০২৫ সালের আইপিএল-র পর আর আইপিএল খেলার চিন্তা-ভাবনা না করেন।’
ধোনির অবসর নিয়ে গিলক্রিস্ট আরও বলেন, ‘ক্রিকেটকে ধোনির আর নতুন করে দেওয়ার কিছু নেই। এবার মনে হয় তোমার সময় হয়েছে। আমি তোমাকে এই কথা বলছি মানে, তোমার প্রতি আমার ভালবাসা নেই এটা নয়। আমি তোমাকে যথেষ্ট ভালবাসি এমএস। তুমি একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার শুধু নয়, ক্রিকেটের একজন আইকন-ও বটে। কাজেই আমার মনে ২০২৫ সালেই তোমার থামা উচিত।’
এদিকে যাঁর অবসর নিয়ে এত আলোচনা সেই ধোনি চলতি বছরের আইপিএল শুরুর আগে এক অনুষ্ঠানে নিজের অবসর নিয়ে বলতে গিয়ে বলেছিলেন, ‘আমি ২০১৯ সাল থেকে অবসর নিচ্ছি। তাই আরও কিছুটা সময় লাগবে। আমি ক্রিকেটকে উপভোগ করার জন্য খেলি। ঠিক যেমনটা ছোটবেলায় করতাম স্কুলে পড়ার সময়। তখন আমাদের কাজই ছিল স্কুল থেকে বাড়ি ফিরে বিকাল চারটের সময় প্রতিদিন ক্রিকেট খেলতে যাওয়া। কিন্তু মাঠে গিয়ে যদি দেখতাম আবহাওয়া ঠিক নেই, তখন আমরা সকলে মিলে ফুটবল খেলতাম।’
সবশেষে ধোনি বলেছিলেন, ‘যদি দেখি ২০২৬ সালের আইপিএল-র আগে আমার শরীর দিচ্ছে না, তখন অবশ্যই ভেবে দেখব। আর যদি শরীর দেয় তাহলে অবশ্যই খেলব।’ এখন দেখা যাক শেষ পর্যন্ত ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক আইপিএল থেকে নিজের অবসরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন, সেটা সময় হলেই জানা যাবে।