IPL 2025খেলা

আইপিএলের প্লে-অফের আগে আরসিবিতে এলেন অভিজ্ঞ কিউয়ি ব্যাটার

Experienced Kiwi batsman joins RCB ahead of IPL playoffs

Truth Of Bengal: আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে তাদের দলে থাকছেন না ইংল্যান্ডের ক্রিকেটার জেকব বেথেল। দেশের হয়ে খেলতে যাওয়ার জন্য তিনি ফিরে যাচ্ছেন। তাঁর পরিবর্তে বেঙ্গালুরু দলে নিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটার টিম সিফার্টকে। তাঁকে দুই কোটি টাকায় দলে সই করানো হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে টিম সিফার্ট একজন অভিজ্ঞ ও আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত। বেঙ্গালুরুর হয়ে তিনি ২৪ মে থেকে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, বেথেল হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলে দেশে ফিরে যাবেন।

সিফার্ট এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলছেন। তবে তাঁর পিএসএল-এ যাত্রা যতদূর এগোয়, সেই অনুযায়ী ভারত সফরের সময় ঠিক হবে। তবে দেরি হলেও ২৬ মে-র মধ্যে ভারতে পৌঁছে যাওয়ার কথা। বলা বাহুল্য, পিএসএল-এ করাচি কিংসের হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনে নামেন এই কিউয়ি ক্রিকেটার।

৯ ইনিংসে ১৪৫ স্ট্রাইক রেটে করেছেন ২২৬ রান। সর্বোচ্চ ৪৭। এর আগে আইপিএল-এ দিল্লি ও কলকাতার হয়ে মোট ৩টি ম্যাচ খেলেছেন তিনি। আর এবার নিউজিল্যান্ডের ব্যাটার টিম সিফার্ট আরসিবির হয়ে খেলতে চলেছেন আইপিএল। অন্যদিকে চিন্তা বাড়াচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হেজলউডকেও নিয়ে। বর্তমানে তিনি ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন। কবে তিনি বেঙ্গালুরুর দলে যোগ দেবেন, তা এখনও অনিশ্চিত। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির কারণে তিনি আদৌ এই আইপিএল মরসুমে আর খেলতে পারবেন কি না, সেই নিয়েও উঠছে প্রশ্ন।

Related Articles