
Truth of bengal: ২০২৪ সালে কেকেআরকে আইপিএল জিতিয়ে জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। ফলত কেকেআর টিমে মেন্টরের পদ এখনো ফাঁকা। কে হবেন পরবর্তী মেন্টর ? কে নেবেন দায়িত্ব ? এই প্রশ্নে যখন জোর জল্পনা ছড়িয়েছে সেই মুহূর্তে বেশ কিছু নাম নিয়ে দলের অন্দরে চলেছে দীর্ঘদিন ধরে আলোচনা। কেকেআরকে বুঝবেন এমন এক জনকে চাইছে এই ফ্র্যাঞ্চাইজি। দলের প্রাক্তন এক খেলোয়াড়ের কাঁধে কেকেআর কর্তৃপক্ষ এই দায়ভার তুলে দিতে চাইছে। যদিও সিদ্ধান্ত এখনও ফাইনাল হয়নি।
সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে , জ্যাক কালিসকে এ পদের জন্য যোগ্য মনে করছে কেকেআর টিম। যিনি একইভাবে গৌতমের মতো গোটা দলটিকে পরিচালনা করতে সক্ষম হবেন। যার হাত ধরে ২০২৫ এর আইপিএলের ফের ট্রফি জয়লাভ করবে কেকেআর। ফের নতুন মরশুমে ভারত সেরা হ্ওয়ার লক্ষ্যে এমন একজনের কাঁধেই দায়িত্ব তুলে দিতে চলেছে শাহরুখ খানের নাইট শিবির। মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই কেকেআরের ট্রফির খরা কাটিয়েছিলেন গৌতম গম্ভীর।
১০ বছর পরে শাহরুখ খানের টিম ২০২৪ এ যে আইপিএল জিতেছে তার নেপথ্যে ছিলেন গৌতম গম্ভীর। তার এই দুর্দান্ত সাফল্যের পর তিনি ভারতীয় দলের কোচের পদে সুযোগ পেয়েছেন। ফলত মেন্টরের শূন্যস্থানে কেকেআর চাইছে এমন কাউকে বসাতে যিনি দক্ষতার সঙ্গে গোটা দলটিকে পরিচালনা করতে পারবেন। যদিও ২০২৫ সালের আইপিএলের গোটা দলেকে কে নেতৃত্ব দেবেন তা অবশ্য এখনো নিশ্চিত করে জানায়নি কলকাতার এই ফ্রাঞ্চাইজি।
তবে গোটা দল ভরসা রাখতে চাইছে জ্যাক কালিসের উপর। তিনি ২০১২ থেকে ২০১৪,এই ফ্রাঞ্চাইজির চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। ২০১৫ সালে তার পদ পরিবর্তন হয়। নাইটদের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যোগ দেন। তার পর ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত নাইটদের হেড কোচের দায়িত্বেও ছিলেন কালিস।
শেষে নাইট দল ছাড়লেও কেকেআরের আকাশে বাতাসে এই মুহূর্তে তার নামই ধ্বনিত হচ্ছে। সূত্রের খবর এই মুহূর্তে কালিসের সঙ্গে এ বিষয়ে কলকাতার এই আইপিএল দল বেশ কয়েকবার কথা বলেছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া বাকি। শেষ পর্যন্ত গৌতমের উত্তরসূরী হিসেবে তাকেই দেখতে চাইছেন অনেকে।