খেলা

আলানসোর জায়গায় লেভারকুসেনের নতুন ম্যানেজার হলেন এরিক টেন হ্যাগ

Erik ten Hag is the new manager of Leverkusen, replacing Alonso

Truth Of Bengal: জ্যাবি আলানসোর ছেড়ে যাওয়া আসনে এবার বসতে চলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ স্যার এরিক টেন হ্যাগ। সোমবার জার্মান ক্লাবটির পক্ষ থেকে সরকারিভাবে এই ঘোষণা করা হয়। গত বছরের অক্টোবর মাসে ম্যান-ইউ-র কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথম কোচ হিসেবে এটিই প্রথম ক্লাব তাঁর।

রবিবার লেভারকুসেনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্যার এরিক ট্যান হ্যাগের সঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত লেভারকুসেনের কোচ হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

উল্লেখ্য, এরিক টেন হ্যাগের হাত ধরে ম্যাঞ্চেস্টার ২০২৩ সালে লিগ কাপ জয় ২০২৪ সালে এফএ কাপ জয় করেছিলেন। কিন্তু তারপর প্রিমিয়ার লিগে ম্যান-ইউয়ের হতাশাজনক পারফরম্যান্সের কারণে, আর তাঁর ওপর ভরসা রাখতে পারেননি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্তারা। সেই কারণেই তাঁকে সরিয়ে দেন তাঁরা।

লেভারকুসেনের কোচ হিসেবে যোগ দিয়ে এরিক টেন হ্যাগ বলেন, ‘লেভারকুসেনের কোচ হতে পেরে আমি খুবই আনন্দিত। গত কয়েক বছর ধরে লেভারকুসেন যে ধারাবাহিকতা দেখিয়েছে, আমি চেষ্টা করব, সেইটা ধরে রাখতে।’

Related Articles