খেলা

বরুণের তিন, ১৩২-এ থামল ইংল্যান্ড

England stopped at 132 for Varun's three

Truth Of Bengal : বুধবার ইডেনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব। সিরিজের প্রথম ম্যাচে শুরুটা একেবারেই ভাল হল না বাজবলদের। অর্শদীপের বলে শূন্য রানে সাজঘরে ফিরলেন গত আইপিএল-এ নাইটদের হয়ে নজরকাড়া ব্যাটার ফিল সল্ট। আর এক ওপেনার বেন ডুকেটকে ফেরালেন অর্শদীপ। তারপর দুই ইংরেজ ব্যাটার জস বাটলার ও হ্যারি ব্রুক লড়াইয়ের চেষ্টা করলেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে। কিছুটা সময় যেন ইডেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা দেখলেন বাজবল। তবে তা বেশিক্ষণ স্থায়ী হল না। ব্রুককে ১৭ রানে সাজঘরে পাঠালেন বরুণ চক্রবর্তী।

তবে কিছুটা লড়াই করলেন অধিনায়ক জস বাটলার। ৪৪ বলে ৬৮ রান করলেন ব্রিটিশ অধিনায়ক। কিন্তু হলে কি হবে! বাকি ইংল্যান্ড ব্যাটাররা সবাই আয়ারাম আর গয়ারাম হওয়াতে ১৫০ রানের গণ্ডিও পার করতে পারল না ম্যাককালামের দল। থামতে হল ১৩২ রানে।ভারতের হয়ে তিনটি উইকেট নেন স্পিনার বরুণ চক্রবর্তী। দুটি উইকেট ঝুলিতে পুড়লেন অর্শদীপ, হার্দিক ও অক্ষর।

Related Articles