
The Truth of Bengal: বিশ্বকাপের মহারণ শেষ হতেই এবার যেন দামামা বেজে গেল আইপিএলের । গত বছরের চ্যাম্পিয়ন সিএসকে থেকে থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আগামী ২০২৪ সালের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই বিশ্বখ্যাত অলরাউন্ডার। স্টোকসের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে চেন্নাই সুপার কিংস । বেন নিজের চোট ও ফিটনেসের জন্য সরে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন । ৩২ বছর বয়সী এই খেলোয়াড় সরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে ।
গত বছর নিলামের সময় রেকর্ড পরিমাণ টাকা খরচ করে নিজেদের দলে নিয়েছিল সিএসকে । হাঁটুর চোটে কাবু এই খেলোয়াড় এবার চোটের চিকিৎসা করাবেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন । অস্ত্রোপচারের পর কতদিনে তিনি মাঠে ফিতে পারবেন সেটা এখনও নিশ্চিত নয়। এর আগে ২০২৩ আইপিএলে সুপার কিংসের অংশ হয়েছিলেন। অবসর থেকে ফিরে তিনি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এ অংশগ্রহণ করেছিলেন। তার পর আবারো আইপিএলে অংশ গ্রহণ করার কথা থাকলে , তিনি সরে গেলেন । চোটের কারণে।
সিএসকে বলেছে, ‘ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং অলরাউন্ডার বেন স্টোকস তাঁর কাজের চাপ এবং ফিটনেস পরিচালনা করার জন্য আইপিএল ২০২৪-এর জন্য নিজেকে উপলব্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন।’ সোশ্যাল সাইটে পোষ্টের মাধ্যমে তা জানিয়েছে। গতবার স্টোকসকে যে টাকায় নিয়েছিল সিএসকে । তাকে ছেড়ে দেওয়ির পর যদি সেই টাকা চলে আসে হাতে তাহলে আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ের নিলামযুদ্ধে সেই টাকা কাজে লাগাতে পারবে পাঁচবারের চ্যাম্পিয়ন টিম । যদিও স্টৈকসের মতো খেলোয়াড় না থাকাটা বড় ধাক্কা সিএসকের জন্য।
Free Access