
The Truth Of Bengal: ‘উই লাভ ইউ ডিকে ‘, না সমস্বরে চিৎকার নয় । সমর্থকেরা ভাষা হারিয়েছে । তবে পোস্টারে প্রিয় তারকা কে নিয়ে এমন ভাবেই পোস্টার সামনে এনেছেন সমর্থকেরা । গোটা ক্রিকেট জীবনে তার অবদান ভুলতে পারবে না তার সতীর্থরা , তার স্ত্রী , তার কোচ , তার মেন্টর । সবার চোখেই তিনি সেরা ।
আরসিবির তরফ থেকে এক ভিডিও সামনে আনা হয়েছে যেখানে দীনেশ কার্তিকে নিয়ে সকলের বক্তব্য তুলে ধরা হয়েছে ।ডিকে একজন ভালো ফিনিশার , ডিকে একজন রিয়েল বস , তাকে নিয়ে বলতে গিয়ে একথায় উঠে এসেছে।বিরাটের মতে ডিকে একজন ব্রিলিয়ান্ট ব্যাটসম্যান।তার মেন্টরের মতে ডিকে একজন ভালো লিডার । কোচের মতে ফিনিক্স মানেই দীনেশ । তার উজ্জ্বল ব্যক্তিত্ব হার না মানা প্রত্যয় আর অপরিসীম ধৈর্যকে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
সে প্রসঙ্গেই ফিনিক্স পাখির কথা বলা হয়েছে যার গায়ের রং উজ্জ্বল সুন্দর দীনেশ কার্তিকের ক্ষেত্রে অবশ্য তার ক্রিকেটের দক্ষতা নিখুঁত স্ট্যাটেজিকেই তুলে ধরা হয়েছে। ১৭ বছরের কেরিয়ারে দীনেশ কার্তিক খেলেছেন একের পর এক ফ্রাঞ্চাইজির সঙ্গে । পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন। ২৫৭ টি ম্যাচ খেলে গড়েছেন ৪৮৪২ রান। তিনি অবসর নিলেন তাই ভারাক্রান্ত সকলেই ।