খেলা

অধরা ট্রফির আশা, একই দিনে বিদায় রোনাল্ডো ও মেসির ক্লাবের

Elusive trophy hopes, Ronaldo and Messi's clubs bid farewell on the same day

Truth Of Bengal: বিশ্ব ফুটবলের দুই মহা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির ক্লাব একই দিনে বিদায় নিল দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে। যা তাদের ট্রফি জয়ের স্বপ্নকে ভেঙে দিল। বুধবার রাতে  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসরের। আর বৃহস্পতিবার  ভোরে কনকাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় হয় লিওনেল মেসির ইন্টার মায়ামির।

সৌদি আরবের ক্লাব আল নাসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে ৩-২ গোলে পরাজিত হয়। ম্যাচটিতে বেশ কয়েকটি সুযোগ পেলে কাজে লাগাতে পারেননি পর্তুগিজ তারকা। দুটি ফ্রি কিকসহ তিনবার গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে কাজে লাগাতে পারেননি।

ম্যাচে তাতসুয়া ইতোর গোলে এগিয়ে যায় কাওয়াসাকি। এরপরে গোল করেন ইয়ুতো ওজেকি। ৭৬ মিনিটে ফের গোল করে কাওয়াসাকির আকিহিরো এনাগা। ম্যাচের শেষ মুহূর্তে রোনাল্ডোর একটি সুযোগ হাতছাড়া হলে তিনি হতাশায় ভেঙে পড়েন। আর তাতেই জাপানের কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হারতে হল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর  আল নাসরের।

অন্যদিকে মেসির ইন্টার মায়ামির কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে ছিটকে যাওয়া। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ১-৩ গোলে হেরেছে মায়ামি। প্রথম পর্বে এমনিতেই ০-২ পিছিয়ে ছিল মায়ামি। শেষ অবধি বজায় থাকে একই ধারা। ম্যাচে মায়ামির একমাত্র গোলটি করেন দিয়েগো গোমেজ, মেসির ফ্রি-কিক থেকে।

ম্যাচে জর্দি আলবা লাল কার্ড পান, যা দলের জন্য আরও বিপর্যয় ডেকে আনে। একথায় বলা যায়, কিছু সময়ের ব্যবধানে স্বপ্ন ভঙ্গ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির ক্লাবের। এই পরাজয় দুটি ফুটবল বিশ্বের দুই কিংবদন্তির জন্য বড় ধাক্কা। তারা ব্যক্তিগতভাবে সফল হলেও, তাদের ক্লাবের হয়ে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

Related Articles