
The Truth of Bengal: আর মাত্র একটাদিনের অপেক্ষা। আগামীকাল, রবিবার ডুরান্ডের ফাইনাল খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বি দুই টিম ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বৃহস্পতিবার মোহনবাগানের ফাইনালে ওঠা নিশ্চিত হতেই টিকিটের চাহিদা আকাশছোঁয়া হয়েছে। কোথায়, কখন টিকিট পাওয়া যাবে সেই নিয়ে চলছে বিস্তর জল্পনা। কারণ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে না, সেই কারণেই চাহিদা বেড়েছে মারাত্মকভাবে। তাহলে কোথায়, কিভাবে টিকিট পাবেন?
ময়দানে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাবু এই দুই জায়গা থেকেই টিকিট পেয়ে যাবেন। দেওয়া হবে ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। সময় হাতে নিয়ে আপনাকে যেতে হবে টিকিট কাটতে। কারণ প্রচুর মানুষ লাইন দিয়েছে টিকিটের জন্য। ইতিমধ্যেই অধিকাংশ মানুষ টিকিট পেয়ে গিয়েছে।
🚨 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 🚨#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #132ndEditionofIndianOilDurandCup #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #Finals #EEBFCMBSG pic.twitter.com/4iL1UdcaCw
— Durand Cup (@thedurandcup) August 31, 2023
প্রসঙ্গত, বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান যেভাবে খেলল, তা দেখে কিঞ্চিৎ সন্দেহ হচ্ছে আদৌ কি লাল হলুদকে হারাতে পারবে তাঁরা? তবে এটাও ঠিক যে মোহনবাগান ভারতের অন্যতম শক্তিশালী টিম। ফলে যখন তখন খেলা ঘুড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁদের। অন্যদিকে এটা বলতেও দ্বিধা নেই যে এবারের ডুরান্ডে প্রতিটি ম্য়াচেই নিজেদের সেরা পারফর্মেন্স উজার করেছে ইস্টবেঙ্গল। ফলে দেখার ফাইনালে সবুজ মেরুন নাকি লাল হলুদ আবীরে ভরে ওঠে সল্টলেক স্টেডিয়াম।
🚨 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐔𝐩𝐝𝐚𝐭𝐞 🚨#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #132ndEditionofIndianOilDurandCup #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #Finals #EEBFCMBSG pic.twitter.com/A9h6ZFb7zE
— Durand Cup (@thedurandcup) August 31, 2023