আইডব্লুএল-এর সেরা গোলরক্ষক ইস্টবেঙ্গলের পানথোই চানু
East Bengal's Panthoi Chanu is the best goalkeeper in the IWL

Truth Of Bengal: চলতি বছরের আইডব্লুএলের খেতাব জয় করেছে ইস্টবেঙ্গল। এই লিগে দুরন্ত পারফরম্যান্স করেছে লাল-হলুদের প্রমীলা বাহিনী। এর ফলে এএফসি-তে খেলার সুযোগ পাবে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।
ইস্টবেঙ্গলের এই সাফল্যের পিছনে তিন কাঠির নীচে দাঁড়িয়ে বহু ম্যাচে দুর্ভেদ্যু হয়ে উঠেছিলেন তাঁদের নির্ভরযোগ্য গোলরক্ষক পানথোই চানু। উত্তর-পূর্ব ভারতের মণিপুর থেকে উঠে আসা এই মহিলা ফুটবলার জাতীয় দলেরও অন্যতম গোলরক্ষক।
এবারের এই টুর্নামেন্টে চানু ১৪টি ম্যাচে লাল-হলুদের হয়ে খেলেছিলেন। তার মধ্যে সাতটি ম্যাচে তিনি ক্লিনসিট বজায় রেখেছেন। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আইডব্লুএল-র সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার এই সেরা গোলরক্ষকের পুরস্কার জয় করলেন চানু। এর আগে তিনি ২০১৭-১৮ মরসুমে আইডব্লুএল-এ ইস্টার্ন স্পোর্টিংয়ে খেলার সময় প্রথমবার সেরা গোলরক্ষকের পুরস্কার জয় করেছিলেন। চানুর পাশাপাশি, সেরা আইডব্লুএল-র সেরা মিডিয়া টিমের পুরস্কারও জয় করল লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দী প্রাচীন ক্লাবটি।