শুধু বাগান নয় চোটে অনিশ্চিত ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়,
East Bengal's Harmanjot Khabra is Injured

The Truth Of Bengal: শুধু মোহনবাগান নয় । চোটের কবলে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় খাবরা । ইস্টবেঙ্গলের রক্ষণভাগের এই খেলোয়াড়ের চোটে বাড়ছে চিন্তা । তার চোট কতটা গভীর তা স্পষ্ট না হলেও উদ্বেগে রয়েছেন কোচ ।
মোহনবাগানের একাধিক খেলোয়াড় চোট আঘাতে জর্জরিত। মোহনবাগানের মনবীর চোটের জন্য খেলতে পারছেন না। এদিকে ইস্টবেঙ্গল চোটের কবলে । ইস্টবেঙ্গলের হরমনজোৎ খাবরা চোটে কাঁবু। তিনি কবে মাঠে নামবেন তা স্পষ্ট নয়। গোটা আই এস এল মরসুমে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন তা এক প্রকার নিশ্চিত । এর আগে নর্থ ইস্ট এর বিপক্ষে খেলার সময় পাই চোট পেয়েছিল খাবরা। ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় খাবড়া ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগের ভরসা । ইস্ট বেঙ্গলের এমনিতেই ট্রফির খরা চলছে । তার উপর যদি খাবার মতো গুরুত্বপূর্ণ খেলোয়ার চোটে কাঁবু থাকে তা কোচের জন্য বেশ উদ্বেগের । মোহনবাগানে খেলোয়াড়াও চোটে কাঁবু । সেকারণে 11 সদস্যের টিম তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মোহনবাগান কোচকেও । খাবরার বিষয়ে জানা গেছে মাঠে ফিরতে তার এখনো তিন মাসের মতো সময় লাগতে পারে। ময়দানের দুই প্রধান্ই এই মুহূর্তে চোট আঘাতের সমস্যায় ।
অনেকে মনে করেন ইস্টবেঙ্গলের প্রধান সমস্যা হল ধারাবাহিকতা বজায় রাখতে না পারা । কুয়াদ্রাতও এর আগে স্বীকার করে বলেছিলেন ধারাবাহিকতা দরকার। আর তাই থাকলে অবশ্য্ই সুপার সিক্সে আসবে দল । জয় অথবা পরাজয় যা-ই হোক না কেন, এই তীক্ষ্ণতা ধরে রাখতে হবে । তিনি দলের খেলোয়াড়দের সম্বন্ধে বলেন খেলার সময় মরিয়া মনোভাব দেখেছি প্রত্যেক খেলোয়াড়ের । যার অর্থ ছেলেরা চাপ সামলে সমর্থকদের আনন্দ দিতে পারছে। পাঞ্জাবের এই খেলোয়াড় ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত খেলে ইস্টবেঙ্গল থেকে বিদায় নিয়েছিলেন। তবে আবারও ফিরেছেন লাল-হলুদে। এই খবর আনন্দের শেষ নেই ইস্টবেঙ্গল সমর্থকদের। উচ্ছ্বসিত ক্লাব কর্তৃপক্ষও। তার চোটে উদ্বেগে ক্লাব কর্তৃপক্ষ ।
Free Access