খেলা

শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপও জয় করল ইস্টবেঙ্গল

East Bengal wins Kanyashree Cup by defeating Sribhumi

Truth Of Bengal: পুরুষদের সিনিয়র দল না পারলে কি হবে, ইস্টবেঙ্গলের মহিলা দল যেন অশ্বমেধের ঘোড়ার মত দৌড়ে যাচ্ছে। কোনও প্রতিপক্ষই তাদের সামনে দাঁড়াতে পারছে না। লাল-হলুদের এই মহিলা দল যেন মনে করিয়ে দিচ্ছে লাল-হলুদের সেই সোনালী দিনগুলিকে।

প্রথমে আইডব্লুএল খেতাব জয় করার এবার অ্যান্থনি অ্যান্ড্রুসের দলের মূল লক্ষ্যই ছিল ঘরোয়া লিগ জয় করা। সেই স্বপ্নও সফল হল তাঁর। মঙ্গলবার কন্যাশ্রী কাপের ফাইনাল ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। এর পর আর কোনওপক্ষই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলের ব্যবধানে শ্রীভূমি স্পোর্টিংকে হারিয়ে দ্বিতীয় ট্রফি ঘরে তুলে নিল লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দীপ্রাচীন ক্লাবটি।

Related Articles