
The Truth of Bengal: জৈষ্ঠ মাসের আর্দ্রতাকে হার মানানো ঘর্মাক্ত অবস্থা। তার ওপরে খটখটে শুকনো মাঠে শট মারতে গেলে বুটে বালি উঠে আসছে ফুটবলারদের। সোমবার বিকেলে এমন প্রতিকূল পরিবেশেও নিজেদের মাঠে কলকাতা ফুটবল লিগের ম্যাচে উয়াড়িকে ৫-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম। আগের ম্যাচে ইস্টার্ন রেলকে ৫-১ হারানোর পরে এ দিনের দাপুটে জয়টা ক্লাবের প্রতিষ্ঠা দিবসের আগের সন্ধেয় সদস্য সমর্থকদের কাছে বড় প্রাপ্তি। এবার ভবানীপুরের বিরুদ্ধে রয়েছে ম্যাচ সেই ম্যাচ ঘিরে রয়েছে দর্শকদের মধ্যে উন্মাদনা।
একটি গোল অফসাইডে বাতিল হল। দুটি গোল করলেন ছত্তিশগড় রামকৃষ্ণ মিশন থেকে আসা অভিষেক কুঞ্জম। একটি করে দীপ সাহা, তন্ময় দাস ও আমন সিকে-র। অভিষেকের হ্যাটট্রিক হয়ে যেত যদি তাঁর শট পোস্টে না লাগত । প্রথম গোল ৫৩ মিনিটে। খাতা খুললেন দীপ সাহা। তাঁর দুরন্ত হেড ক্রসপিসে লাগে।
ইস্টবেঙ্গল গোল পাওয়ার আগে উয়াড়ি গোল করার সুযোগ পেয়েছিল। পেনাল্টি থেকে গোল করতে পারেননি লালমসাঙ্খা। তাঁর কিক বাঁচিয়ে দেন লাল হলুদ কিপার আদিত্য পাত্র। বিনো জর্জের টিমের শেষ তিন গোল সংযুক্ত সময়ে। ৩ অগস্ট ইস্টবেঙ্গলের পরের খেলা রয়েছে ভবানীপুরের বিরুদ্ধে। এই ম্যাচের দিকে নজর রয়েছে সমর্থকদের।