খেলা
Trending

 লাল হলুদে আসছেন ব্রাইট এনোবাকারে !দলকে আরো মজবুত করার প্রয়াস…

East Bengal bring in Nigerian forward Bright Enobakar to strengthen the squad

The Truth Of Bengal: আইএসএলের মরশুমে দলকে আরো মজবুত শক্তিশালী করার জন্য লাল হলুদ‌ শিবির  ঝুঁকছে নতুন খেলোয়াড়ের দিকে। দলে নিতে চাইছে নাইজেরিয়ার ফরোয়ার্ড ব্রাইট ফরোয়ার্ড কে ।

কিছুদিন আগে থেকেই জল্পণা চলছিল আইএসএলে টিমকে আরো মজবুত করতে বিদেশী খেলোয়ারকে দলে নিতে চাইছে লাল হলুদ শিবির। সেক্ষেত্রে বেশ কিছু নাম উঠে এসেছে ইস্ট বেঙ্গলের তালিকায়।যার মধ্যে অন্যতম নাইজেরিয়ার ফরোয়ার্ড ব্রাইট এনোবাকারে। জানা গেছে ,২৪ বছর বয়সী এই নাইজেরিয়ার এই  ফরোয়ার্ডকেই পছন্দ হয়েছে কোচ কুয়াদ্রতের । তার সঙ্গে প্রাথমিক কথাও চলছে।এই আই এস এল মরশুমে ই তাকে দলে আনার ভাবনা রয়েছে লাল হলুদ শিবিরের।  ইস্টবেঙ্গলের তরফ থেকে যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকায় আন্তোনিও পেরোসেভিচ ছিল। যদিও এনোবাকারের সঙ্গে যেভাবে কথা চলছে তাতে নতুন বছরের শুরুতেই আসতে চলেছেন তিনি।এর আগের ব্যাচে মুম্বাই সিটি এফসিকে গোল করতে দেয়নি ইস্ট বেঙ্গল যদিও নিজেরা গোল করতে পারেনি কিন্তু তাতেই খুশি সমর্থকরা।

এদিকে মোহনবাগানকে যোগ্য জবাব দিতে এবং আইসলে আরো ভালো পারফর্ম করার জন্যই ইস্টবেঙ্গল দলকে আরো মজবুত শক্তিশালী পড়তে চাইছে সে কারণেই বিদেশি খেলোয়াড়ের দিকে ঝুঁকতে চাইছে। জানা গিয়েছে কার্লেস কুয়াদ্রাতের প্রথম পছন্দ এনোবাকারে। তাকে পেলে দল আরো মজবুত শক্তিশালী হয়ে উঠবে। তাছাড়া ইস্টবেঙ্গলের কয়েকজন খেলোয়াড় চোটে খাব ফলোতো নতুন খেলোয়াড় এলো না খেলতে পারা খেলোয়াড়দের জায়গাটাও পূরণ হবে। এই ভাবনা থেকে নাইজেরিয়ার এই ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কে দলে নিতে চাইছে লাল হলুদ শিবির।এই খবরে সমর্থকরা বেশ খুশি।

Free Access

Related Articles