খেলা

ইউএস ওপেনে হার জোকোভিচের

Djokovic's loss at the US Open

Truth Of Bengal : ইউএস ওপেনে আবারও বড় অঘটন। সার্বিয়ার তারকা টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ইউএস ওপেন ২০২৪ থেকে ছিটকে গেছেন। ২৫ বছরের অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যালেক্সি পপিরিনের কাছে নোভাক জোকোভিচ পরাজিত হন। ৩০ আগস্ট আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় বাছাই জোকোভিচকে ৪-৬, ৪-৬, ৬-২, ৪-৬ সেটে হারতে হয়। এক ঘণ্টা ১৯ মিনিট ধরে চলে এই ম্যাচ।

পপরিনের সার্ভ সামলাতে শনিবার বেগ পেতে হল জোকোভিচকে। ২২০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে সার্ভিস করতে পারেন তিনি। সেই সঙ্গে বেসলাইনে পপিরিনের আগ্রাসী মনভাব জোকোভিচকে রীতিমত চাপে ফেলে দেয়। ৬ ফুট ৫ ইঞ্চির পপিরিন খুব দ্রুততার সাথে কোর্টের যে কোনও জায়গায় পৌঁছেও যেতে পারেন। আগস্টের শুরুতেই মন্ট্রিয়ালে এটিপি মাস্টার্স ১০০০-এ জিতেছিলেন পপিরিন। ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচকে হারিয়ে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন পপরিন।

Related Articles