
The Truth Of Bengal : ম্যাচ জেতার পরে বিপত্তিতে পড়লেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ । রোম ওপেনে খেলতে গিয়ে আঘাত পেলেন তিনি । টুর্নামেন্টে জোকোভিচের স্কোর দাঁড়ায় ৬-৩ , ৬-১ । বিপক্ষ টিমে ছিলেন ফরাসি খেলোয়াড় কোরেঁটিন মৌতেত । তাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছন জোকোভিচ । আর এই ম্যাচে জেতার পর ভক্তদের কে দিচ্ছিলেন সই তখনই হঠাৎ গ্যালারি থেকে জলের বোতল পরে তার মাথায়। প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি।
The tournament released a video showing that Novak Djokovic was hit on the head by accident.
The bottle slipped from a fan’s backpack.
Just a very unfortunate, unlucky situation. ❤️🩹
(via @InteBNLdItalia)
pic.twitter.com/5LIzzWZpMS— The Tennis Letter (@TheTennisLetter) May 10, 2024
উপরে দাঁড়িয়ে থাকা এক সমর্থকের ব্যাগ থেকে আচমকা সজোড়ে জল ভর্তি বোতল মাথায় পড়ে। মাথা ধরে মুহুর্তে মাটিতে বসে পড়েন তিনি। যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় তাঁকে। তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে মাথায় চোট কতটা লেগেছে তা জানা যায়নি। এরপর ফরাসি ওপেনে খেলবেন তিনি। ২০ মে থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা তার জন্য রোম ওপেন খেলে প্রাক প্রস্তুতি সারছিলেন জোকোভিচ । ২৪ টি গ্রান্ডস্লামের মালিক জোকোভিচের মাথায় এই জলের বোতল পড়ায় চমকে যান উপস্থিত সকলেই। পরে যদিও হেঁটে তিনি বেরিয়ে গেছেন বলে জানা গিয়েছে।