
The Truth Of Bengal: অপেক্ষার অবসানের পর অবশেষে শুরু হচ্ছে আইপিএল। আর প্রথম ম্যাচেই মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির সিএসকে এবং বিরাট কোহলির আরসিবি। যদিও বা ধোনি ক্যাপ্টেনসি থেকে বর্তমানে সড়ে দাঁড়িয়েছেন। চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন এখন রিতুরাজ গায়কোয়াড। কিন্তু চেন্নাই সমর্থকরা নিজেদের আইকন আইপিএল ও ভারতবর্ষের অন্যতম সেরা ক্যাপ্টেন ধোনির জন্যই গলা ফাটাবেন।
আর অপর দিকে ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির আরসিবি। আরসিবির বর্তমান ক্যাপ্টেন ফাফ ডু প্লিসি। সাধারণত প্রতি বছরই এই ম্যাচ উপভোগ করতে মুখিয়ে থাকে দর্শকরা। এই বছর এর কোনো খামতি নেই। এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সন্ধ্যে ৭:৩০ মিনিটে ম্যাচ শুরু হবে।