
Truth Of Bengal: বর্তমান ভারতীয় ক্রিকেটে তাঁকে বলা হয় মিঃ ডিপেন্ডবল। প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরি বলেও অনেকে তাঁকে অভিহত করেন। বর্তমানে আইপিএল-এ দিল্লি দলের অন্যতম ভরসাও তিনি। তিনি হলেন লোকেশ রাহুল।
এবারই লখনউ থেকে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। রাহুল দিল্লি কর্তাদের তাঁকে দলে নেওয়া যে কোনও অংশ ভুল হয়নি তার প্রমাণ দিলেন শনিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই ম্যাচে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করে রাজধানীর দলটি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করল ১৮৩ রান।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। কিন্তু শুরুতেই খলিল আহমেদের বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়ে কোনও রান না করেই সাজঘরে ফিরলেন জ্যাক ফ্রেসার। এরপর ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে শুরু করেন কেএল রাহুল। তাঁর সঙ্গে জুটি বঙ্গ-তনয় অভিষেক। দুজনের যুগলবন্দিতে ধীরে ধীরে রান তুলতে থাকে যমুনা পাড়ের দলটি। তবে অভিষেক বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলেন না। ২০ বলে ৩৩ রান করেই সাজঘরে ফিরতে হল তাঁকে।
অভিষেক ফিরতেই রাহুলের সঙ্গে জুটি বাঁধেন দলনেতা অক্ষর। ১৪ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে নূর আহমেদের বলে সাজঘরে ফিরে যান তিনি। এরপর নিজের অর্ধ্বশত রান পূর্ণ করে ৭৭ রানের মাথায় পাথিয়ারানার বলে ধোনির হাতে ধরা পড়ে সাজঘরে ফিরলেন রাহুল। তারপর দিল্লিকে টানতে থাকেন স্টাবস ও রিজভি। দুজনের জুটিতে ৪৪ রান করেন। সব শেষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে দিল্লির সংগ্রহ ১৮৩ রান।