খেলা

দ্বিতীয় দফার আইপিএল শুরুর আগেই ধাক্কা দিল্লি শিবিরে, ফিরছেন না স্টার্ক, ডুপ্লেসি

Delhi camp suffers setback before IPL 2nd phase begins, Starc, Du Plessis not returning

Truth Of Bengal: শনিবার থেকে ফের শুরু হচ্ছে পহেলগাঁও কাণ্ডের কারণে স্থগিত থাকা আইপিএল। কিন্তু আইপিএলের খেলা শুরু হলেও অনিশ্চয়তা ছিল দলগুলির বিদেশি খেলোয়াড়দের দলে যোগদান নিয়েই। এবার সেই আংশঙ্কাই সত্যি হতে চলেছে। আইপিএল-এর বাকি ম্যাচগুলি খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েই ফেললেন অজি পেসার মিচেল স্টার্ক ও ফাফ ডুপ্লেসি। দলে প্লে অফের দৌড়ে থাকা দিল্লি দলের কাছে একটা বড় ধাক্কাই বটে।

আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের কারণেই আইপিএল-র বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না স্টার্ক। এদিকে আইপিএল-র ফাইনাল ম্যাচ রয়েছে ৩ জুন। সে কারণেই অজি পেসার আইপিএল-এ তাঁর দল দিল্লি ক্যাপিটালসের কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন দেশের ম্যাচ থাকার কারণে দিল্লির হয়ে বাকি ম্যাচগুলি তাঁর খেলা সম্ভব নয়।

চলতি আইপিএল-এর আসরে এখন পর্যন্ত অক্ষরের দলের হয়ে বোলিং বিভাগের একাই নেতৃত্ব দিচ্ছেন। ফলে এই সময়ে তাঁর না থাকাটা রাজধানীর দলটির কাছে একটি বিরাট ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিকে স্টার্কের পাশাপাশি ধোঁয়াশা তৈরি হয়েছে ডুল্পেসির আসা নিয়েও। শেষ পর্যন্ত তিনিও যদি স্টার্কের মতো সিদ্ধান্ত নেন, তাহলে একটা বড় সমস্যার মুখোমুখি হবে অক্ষর ব্রিগেড। এর পাশাপাশি স্বস্তির খবরও আছে দিল্লি দলের কাছে।

ফ্রেজারের বদলে দলে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আরব আমিরশাহির বিরুদ্ধে বাংলাদেশের জার্সি গায়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আইপিএল খেলার জন্য মুস্তাফিজুরকে আর পাওয়া যাবে না। এখন দেখার মুস্তাফিজুর কতটা জ্বলে উঠতে পারেন তাঁর দলের হয়ে সেটা সময়ই বলবে। কেননা প্লে অফে নিজেদের পজিশন নিশ্চিত করতে দিল্লির হাতে বাকি তিনটি ম্যাচ গুজরাট, পঞ্জাব ও মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেতেই হবে।

Related Articles