খেলা

নির্বাসন শেষে ট্রায়ালে ফিরছেন দীপা

Deepa Karmakar

The Truth of Bengal: নির্বাসনের মেয়াদ শেষ হতে চলেছে। দীপা (Deepa Karmakar) এশিয়ান গেমস (Asian Games) সিলেকশনের ট্রায়ালে অংশগ্রহণ করবেন। ১১ এবং ১২ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে এশিয়া গেমসের ট্রায়াল হবে। নির্বাসন শেষ হতে চলেছে চলতি ১০ জুলাই। তাই ১১ জুলাই থেকে হতে চলে ট্রায়ালে কোনও বাধা ছাড়াই অংশগ্রহণ করতে পারবেন তিনি। এর আগে অবশ্য ২৯ মে তে দীপাকে ভারতের জিমন্যাস্টিক ফেডারেশনের (Gymnastics Federation) মূল সম্ভাব্যদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দীপা প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি বিশ্ব দরবারে এই খেলায় সোনা নিয়ে এসেছেন।

২০১৮ সালে তুর্কিতে অনুষ্ঠিত হওয়া শৈল্পিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্ট ইভেন্টে প্রথম হয়ে এই স্থান অর্জন করেন। এছাড়াও তিনি ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী। হিরোশিমায় ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জয়ী। তবে চোটের জন্য বারবার ভুগতে হয়েছে আগরতলার এই কন্যাকে। ২০১৭ সালে তাঁর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট লাগে। ফলে বড় ধরনের অস্ত্রোপচার করতে হয় তাঁকে। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেননি দীপা।

এর ফলে টোকিও অলিম্পিকও খেলতে পারেননি তিনি। চোট আঘাতের সমস্যার সঙ্গে সঙ্গেই তার ওপরে নেমে আসে এই নির্বাসনের খাড়া। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার অভিযোগে নির্বাসিত করা হয় তাঁকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপাকে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি দ্বারা ব্যান করা হয়। ২০২১ সালের ১১ অক্টোবরের একটি ডোপিং পরীক্ষায় দীপার শরীরে নিষিদ্ধ ড্রাগ হাইজেনামাইন পাওয়া যায়। এই সব প্রতিকূলতা কাটিয়ে দীপা ফের ফিরে আসতে চলেছে জাতীয় এবং আন্তর্জাতিক খেলায়।

Related Articles