
Truth Of Bengal : বেঙ্গালুরুর টেস্টের দ্বিতীয় দিন উইকেট কিপিং করার সময় চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। এর পর তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার তিনি আর মাঠে নামলেন না। বৃহস্পতিবার ডান হাঁটুতে চোট লেগেছিল তাঁর। যেখানে গাড়ি দুর্ঘটনার সময়ও চোট পেয়েছিলেন ঋষভ। শুক্রবার উইকেটরক্ষক হিসাবে দেখা গেল ধ্রুব জুরেলকে। ধ্রুব অবশ্য ঋষভের চোটা পাওয়ার পর বৃহস্পতিবারই উইকেটরক্ষকের গ্লাভস হাতে তুলে নিয়েছিলেন। চোটা পাওয়ার পর থেকে পন্থকে নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটমহল। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, পন্থকে চিকিৎসকেরা দেখছেন।
শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, তৃতীয় দিনে পন্থ উইকেটরক্ষক হিসাবে থাকবেন না। পন্থের চোটের দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। তবে পন্থ ব্যাট করতে পারবেন কি না তা জানানো হয়নি। যদি তিনি ব্যাট করতে না পারেন, তা হলে সমস্যা বাড়বে ভারতের।
দ্বিতীয় দিনের খেলার শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ঋষভের নিক্যাপে বল লেগেছে। ঠিক যেখানে ওর অস্ত্রোপচার হয়েছিল সেই জায়গাতেই। ওর হাঁটু ফুলে গিয়েছে। ঝুঁকি এড়ানোর জন্য ওকে তুলে নেওয়া হয়। ওর যেহেতু বড় রকমের অস্ত্রোপচার হয়েছিল, তাই আমরা ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। ঋষভও সেটা চায় না। হয়তো শুক্রবারের মধ্যে ও ঠিক হয়ে যাবে। তবে সামনেই রয়েছে অস্ট্রেলিয় সফর। তাই সেই সফরের কথা ভেবে ঋষভকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।