খেলা

রোহিত-কোহলির অবসর নিয়ে একেবারেই ভাবিত নন কোচ গম্ভীর

Coach Gambhir not at all worried about Rohit-Kohli's retirement

Truth Of Bengal: গত ৭ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। তার রেশ কাটতে না কাটতেই রোহিতের মত একই পথের পথিক হয়েছেন আর এক সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলিও। অবশ্য তার আগে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্টকে আলবিদা জানিয়েছেন দলের অভিজ্ঞ স্পিনার রবীচন্দ্রন আশ্বিন-ও। অশ্বিনের পাশাপাশি এবার রোহিত ও বিরাটের মতোও দুই সিনিয়র ক্রিকেটারকেই ছাড়াই এবার ম্যাককালাম বাহিনীর বিপক্ষে সিরিজ খেলতে হবে টিম ইন্ডিয়াকে। তবে এই দুই ক্রিকেটারের অনুপস্থিতি যে মেন-ইন-ব্লুজদের খুব একটা ফেলবে, তা একেবারেই মনে করেন না দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

শুক্রবার এই বিষয়ে এক সাক্ষাৎকারে গৌতম জানান, ‘অবসরের সিদ্ধান্তটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এখানে কারও কোনও কিছু বলার অধিকার নেই। দলের কোচ বা কর্তা কেউ এই তালিকার ঊর্ধ্বে নয়।’

রোহিত ও বিরাট দলের সিনিয়র ক্রিকেটার ছিলেন। কাজেই তাঁদের অনুপস্থিতিতে ভারতকে খেলতে হবে। সেক্ষেত্রে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন ভারত কি সমস্যায় পড়বে না? সেই বিষয়ে গৌতি জানান, ‘এই দুই সিনিয়র ক্রিকেটারের বদলে যাঁরা সুযোগ পাবেন, তাঁদের প্রমাণ করে দিতে হবে যে, তাঁরাও যথেষ্ট যোগ্য। কাজটা যথেষ্ট কঠিন হলেও, আমি মনে করি কেউ না কেউ ঠিক এগিয়ে আসবে। এখন দেখা যাক কে এগিয়ে আসে, সেটা তো সময় বলবে।’

গৌতমের এমন মন্তব্য একেবারেই ভাল ঠেকছে না ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের মতে, গৌতম ব-কলমে বুঝিয়ে দিয়েছেন, শুধু টেস্ট ক্রিকেটই নয়, সীমিত ওভারের ক্রিকেটও তাঁর কাছে আসল কথাই হল পারফরম্যান্স। আর সেটা যদি কেউ করতে না পারেন, তাহলে সে সিনিয়র ক্রিকেটার হলেও তাঁর দলে স্থান পাওয়া দুস্কর।

 

 

 

 

 

 

Related Articles