২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটে সোনা জিততে মরিয়া চিন: স্টিভ ওয়াগ
China desperate to win cricket gold at 2028 Olympic Games: Steve Waugh

Truth Of Bengal: ২০২৮-এ অলিম্পিকের আসর বসবে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। সেই অলিম্পকের আসরে দীর্ঘ ১২৮ বছর পর আবার ক্রিকেট খেলা যুক্ত হচ্ছে। অলিম্পিকের আসরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। অলিম্পিকের ওই আসরে ক্রিকেটের অন্তর্ভূক্তির ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। সম্প্রতি লস অ্যাঞ্জলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াগ।
প্রাক্তন অজি অধিনায়ক জানান, ‘লস অ্যাঞ্জেলস অলিম্পিকের আসরে ক্রিকেটকে নিয়ে এখন থেকেই চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে চিন। এবং তারা দলটি নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা-ভাবনা করছে। যা দেখে মনে হচ্ছে যে ২০২৮ অলিম্পিকে ক্রিকেটেও সোনা জিততে মরিয়া চিন।’
এরপর স্টিভ আরও বলেন, ‘দিনে দিনে যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের বাজার বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক অবস্থাও। টেস্ট ক্রিকেট অবশ্যই থাকবে, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট বর্তমান যুগে প্রাধান্য পাচ্ছে। তাই যুগের সঙ্গে পিছিয়ে না থেকে এখন থেকেই নিজেদের মত করে দল তৈরি করতে শুরু করেছে চিন।’ সেই দলের মূল লক্ষ্যই যে হবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্টে সোনা জয় করা। এমনটাই সংবাদসংস্থাকে জানালেন স্টিভ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলস অলিম্পিক কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৮-র অলিম্পিক গেমসের ক্রিকেট ম্যাচের ভেন্যুর নাম। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ার গ্রাউন্ডসে এই ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
ক্রিকেটকে ফের অলিম্পিকের আসরে অন্তর্ভূক্তি করানোর ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মুম্বইয়ে আয়োজিত ১৪১তম অধিবেশনে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। শুধু তাই নয়, ক্রিকেট ছাড়াও এই অলিম্পিকে যুক্ত হয়েছে আরও পাঁচটি খেলা। এগুলি হল, বেসবল, সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ।