চাহালের স্ত্রী ধনশ্রীর ব্যক্তিগত ছবি ভাইরাল, কমেন্টের ঝড় সোশ্যাল মিডিয়ায়
Chahal's wife Dhanshree's personal photo is viral, storm of comments on social media

The Truth Of Bengal: আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে আইপিএল। সব দলের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। তবে আপাতত দলের বাইরে রয়েছেন বোলার যুজবেন্দ্র চাহাল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি এবং তার স্ত্রী সর্বদাই চর্চিত কাপল। এবার স্ত্রী ধনশ্রী ভার্মার একটি ব্যক্তিগত ছবি ঘিরে নেট তুলিয়া তোলপাড়।
সম্প্রতি, চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার এটি ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাঘুরি করছে। যেখানে দেখা যাচ্ছে ধনশ্রী অন্য কাউকে জড়িয়ে ধরে আছেন। আর এই ছবি ভাইরাল হতেই উঠেছে কমেন্টের ঝড়।
View this post on Instagram
প্রসঙ্গত, ধনশ্রী এবং চাহাল সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। স্ত্রী ধনশ্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন। শুধু তাই নয় এই দম্পতি সব সময় থাকেন শিরোনামে। এদিকে স্ত্রীর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা কেউ প্রচুর ট্রোল করছেন আবার কেউ চাহালের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন।
FREE ACCESS